গাজীপুরে মাটি খুঁড়ে ড্রামভর্তি চোলাই মদসহ আটক ৬
মাটি খুঁড়লেই বের হচ্ছে ড্রামভর্তি চোলাই মদ বা বাংলা মদ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে ঘরের মেঝে ও জঙ্গল থেকে ১৫ হাজার লিটার চোলাই মদ জব্দ করে প্রকাশ্যে ধ্বংস করা হয়েছে। এছাড়া মদ তৈরিতে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে।
বুধবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে বসতবাড়িতে চোলাই মদ তৈরি করা হয়। এরপর তৈরি করা সেই চোলাই মদ পুকুরের পাড়, বাগানে লুকিয়ে রাখে মাদক ব্যবসায়ীরা।