বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে জাল বিদেশি মুদ্রা ছাপানোর কারখানা উন্মোচন, আটক ১ জাল বিদেশি মুদ্রা শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে বাধা আশুলিয়ায় প্রতারণা ও জালিয়াতি মামলায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার আন্দরকিল্লা শাহী জামে মসজিদকে দৃষ্টিনন্দন হিসেবে গড়ে তোলা হবে খুলনা দিঘলিয়ায় শিশু হত্যায় জাড়িত ফয়সালের বাড়িতে ভাংচুর অগ্নিসংযোগ কক্সবাজার জেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত জিইসির কনসার্টে গুলিতে আহত তরুণ ছাত্রদলের রাজধানীর পল্লবীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬ চট্টগ্রামে সাড়ে ২৪ লাখ শিশুকে দেওয়া হবে টাইফয়েডের টিকা জাতীয় পার্টিকে কিছুই করা হয়নি,একটু দৌড়ানি দেওয়া হয়েছে: ডিসি রমনা

শান্তিচুক্তি বাতিল ও পাহাড়ে বিশৃঙ্খলা বন্ধের দাবিতে জাতীয় জোটের মানববন্ধন

গাজী মাজহারুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

শান্তিচুক্তি বাতিল ও পাহাড়ে বিশৃঙ্খলা বন্ধের দাবিতে জাতীয় জোটের মানববন্ধন
শান্তিচুক্তি বাতিল ও পাহাড়ে বিশৃঙ্খলা বন্ধের দাবিতে জাতীয় জোটের মানববন্ধন প্রেস ক্লাবের সামনে জাতীয় জোটের উদ্যোগে মানববন্ধন।
দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাতিল ও পাহাড়ে সন্ত্রাস-অরাজকতা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় জোট।

বুধবার (৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় জোটের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন গণঅধিকার পার্টি (পিআরপি) ও জাতীয় জোটের চেয়ারম্যান সরদার মো. আব্দুস সাত্তার।
সভাপতির বক্তব্যে সরদার আব্দুস সালাম বলেন, যুগে যুগে এদেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র হয়েছে।

১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নামে একটি চুক্তি সম্পাদিত হয়েছিল। আজ সেই চুক্তিই বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, এই চুক্তিকে পুঁজি করে একটি বিশেষ গোষ্ঠী পাহাড়ি জনগোষ্ঠীকে ব্যবহার করে ছোট ছোট গেরিলা সংগঠন গড়ে তুলেছে। তারা প্রায়ই প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর ওপর হামলা চালায়।

এসব হামলার মাধ্যমে তারা বাংলাদেশকে দুর্বল করার চেষ্টা করছে। তারা পাহাড়কে ভারতের অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠা করতে চায়।
সরকারের উদ্দেশে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। শান্তি চুক্তি বাতিল করুন, পাহাড়ে সেনা ক্যাম্প বৃদ্ধি করুন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় জোট ও ১৮ কোটি বাঙালি সরকারের পাশে আছে।

জাতীয় জোটের এই নেতা বলেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রায়ই বাংলাদেশের সীমান্তে গুলি চালিয়ে সাধারণ মানুষকে হত্যা করছে। সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশের ঘটনাও বাড়ছে, কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কঠোর অবস্থান দেখা যায় না।

সরদার আব্দুস সালাম আরও বলেন, বাংলাদেশের সমুদ্রসীমায় ভারতের নৌবাহিনী ও জেলেরা ঢুকে মাছ ধরে নিয়ে যায়। এমনকি জেলেদের অপহরণও করে। একইভাবে আরাকান আর্মিও আমাদের সীমানায় অনুপ্রবেশ করে। এসব অন্যায় বরদাশত করা হবে না। দেশের এক ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না।

তিনি সরকারের প্রতি আহ্বান জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষায় টেকসই পদক্ষেপ নিন। আমরা সরকারের ডাকে সাড়া দিতে সর্বদা প্রস্তুত।

মানববন্ধনে জাতীয় জোটের মহাসচিব সিরাজুল ইসলাম আকাশ সঞ্চালনা করেন। এতে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল সবুজ বাংলা পার্টির চেয়ারম্যান মো. শাহ আলম তাহের, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোস্তফা কামাল বাদলসহ জাতীয় জোটের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৪ পূর্বাহ্ণ
  • ১১:৪৮ পূর্বাহ্ণ
  • ১৫:৫৫ অপরাহ্ণ
  • ১৭:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৫০ অপরাহ্ণ
  • ৫:৫৬ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102