খুলনার রূপসায় যুব মহিলা লীগের সভাপতি আকলিমা তুলি গ্রেফতার,
রুপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলিকে গ্রেপ্তার করেছে পুলিশ আওয়ামী লীগের কার্যক্রমের পক্ষে গোপনে সংঘটিত হওয়ার চেষ্টা অনলাইনে প্রচারণার সম্পৃক্ততার অভিযোগে রবিবার দিবাগত রাত ১২ টা ১৫ মিনিটের দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের সিংহের চর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়,
জানা যায়, আকলিমা তুলি রুপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি এবং জেলা যুব মহিলা লীগের সহ সভাপতি তিনি আওয়ামী লীগের পক্ষে সক্রিয় ছিলেন এবং গোপনে দলীয় বৈঠক আয়োজন সহ সংগঠন পুর্ণগঠনের চেষ্টা করছিলেন , গত ২৩ ফেব্রুয়ারি রুপসা থানায় একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়েছে,
রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগের পরিপেক্ষিতে রুপসা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলিকে গ্রেপ্তার করা হয়েছে, আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে,