খুলনা ফুলতলা উপজেলায়,বাংলাদেশ প্রেসক্লাবের,সাংবাদিকদের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন,
ফুলতলা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন, বাংলাদেশ প্রেস ক্লাবের,খুলনা ফুলতলা সাংবাদিক বৃন্দ
বাংলাদেশ প্রেস ক্লাবের, খুলনা জেলার সভাপতি, মিয়া বদরুল আলম, মহানগর সেক্রেটারি, শেখ শহিদুল ইসলাম মিঠু, ফুলতলা শাখার,সাধারণ সম্পাদক, রেজওযান আকুঞ্জি রাজা, মাহবুব সদ্দার, মামুন মির,এবং খুলনা ফুলতলা জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিনের একাধিক সাংবাদিকবৃন্দ, এবং জিএন বাংলা, দৈনিক আমাদের দেশের খবর, প্রতিকার সম্পাদক, গাজী নাসির উদ্দিন,
সনাতন ধর্মালম্বীদের, প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা, খুলনা মহানগর সেক্রেটারি, শেখ শহিদুল ইসলাম মিঠু, পরিদর্শনকালে, নিরাপত্তার বিষয়টি গুরুত সহকারে নিরাপত্তার কাজে দায়িত্বরত প্রশাসনিক ব্যক্তিদের এবং পূজা কমিটির, সকলকে, অনুরোধ করেন, শারদীয় দুর্গাপূজায় কোনরকম,অপ্রীতিকর ঘটনা যেন
না ঘটে, সেদিকে গুরুত্ব সহকারে নজর রাখার অনুরোধ করেন, এবং প্রশাসনিক, সর্বদলীয়,নিরাপত্তা বাংলাদেশ প্রেসক্লাব, আমরা আপনাদের সঙ্গে আছি, নির্বিঘ্নে নির্ভয়ে, শারদীয় দুর্গা উৎসব পালন করবেন, এবং আমাদের দেশের খবর প্রতিদিনের, সম্পাদক,বলেন, কোথা ও কোন রকম, সমস্যা থাকলে, আমাদের সাংবাদিকবৃন্দ, কে জানাবেন সঙ্গে সঙ্গে সেটাকে তুলে ধরার চেষ্টা করব, মোঃ রেজওয়ান আকুঞ্জি রাজা প্রত্যেকটি পূজা মন্ডপে, নানা দিক তুলে ধরার চেষ্টা করেন, এবং বাংলাদেশ প্রেস ক্লাবের খুলনা জেলার,সভাপতি মিয়া বদরুল আলম, ফুলতলা উপজেলার নিরাপত্তার বিষয়টি সন্তোষজনক উল্লেখ করেন,