২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়ন কর্তৃক অভিযানে ২ কোটি টাকা মুল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক
জেলা ব্রাহ্মণবাড়িয়া ৪ই সেপ্টেম্বর ২০২৫ইং তারিখ আনুমানিক ২:১৫ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর বিশেষ টহল দল কর্তৃক ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর নামক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে কাভার্ড ভ্যান তল্লাশি করে ভারতীয় শাড়ী-৫৬১ পিস, কসমেটিকস্ সামগ্রী-৪,৪৮৬ পিস, চকলেট-৯,৭৮৪ পিস, সিগারেট-৪,৯০০ প্যাকেট এবং কাভার্ড ভ্যান-১ টি আটক করা হয়।
আটককৃত ভারতীয় চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ২ কেটি ০৫ লক্ষ ৭৮ হাজার ৪ শত ৮০ টাকা। আটককৃত কাভার্ড ভ্যান সহ অবৈধ চোরাচালানী মালামাল সমূহ আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ,সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি (অধিনায়ক) ডেইলি ফ্রন্টিয়ার. নিউজ মিডিয়া প্রতিনিধি কে বলেন,
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে যাহাতে ভারত হইতে যে কোন ধরণের অবৈধ চোরাচালানী মালামাল সহ মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে,সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।