বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে জাল বিদেশি মুদ্রা ছাপানোর কারখানা উন্মোচন, আটক ১ জাল বিদেশি মুদ্রা শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে বাধা আশুলিয়ায় প্রতারণা ও জালিয়াতি মামলায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার আন্দরকিল্লা শাহী জামে মসজিদকে দৃষ্টিনন্দন হিসেবে গড়ে তোলা হবে খুলনা দিঘলিয়ায় শিশু হত্যায় জাড়িত ফয়সালের বাড়িতে ভাংচুর অগ্নিসংযোগ কক্সবাজার জেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত জিইসির কনসার্টে গুলিতে আহত তরুণ ছাত্রদলের রাজধানীর পল্লবীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬ চট্টগ্রামে সাড়ে ২৪ লাখ শিশুকে দেওয়া হবে টাইফয়েডের টিকা জাতীয় পার্টিকে কিছুই করা হয়নি,একটু দৌড়ানি দেওয়া হয়েছে: ডিসি রমনা

বিজয়নগর সোহেল,রাফি গং কর্তৃক মালিকানাধীন স্বত্ব দখলীয় ভূমি বে-দখল করার পায়তারার  

ওমর সিনিয়র বিভাগীয় ব্যুরোচীফ সিলেট
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর সোহেল,রাফি গং কর্তৃক মালিকানাধীন স্বত্ব দখলীয় ভূমি বে-দখল করার পায়তারার…
জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলাধীন, মৌজে- সাতবর্গস্থিত বি,এস খতিয়ান নং- ৩৬১৪, বি,এস ৯৫১ দাগের ৩৩ শতকের আন্দরে ১১ শতক নাল ভূমি নিয়ে। ১৮ই আগষ্ট ২০২৫ ইং তারিখে রোজ সোমবার সময় অনুমান ১০.০০ ঘটিকায় ঘটনা।

সূত্রে জানা যায়,বিজয়নগর উপজেলা সাতবর্গ মৌজায় বি,এস ৯৫১ দাগের ৩৩ শতক ভূমি বাবতে ৬১৯ নং বি,এস খতিয়ান সহিদ মিয়া, পিতা- আঃ হাসিম এর একক নামে প্রস্তুত ও প্রচারিত হয়। তৎপর বি,এস প্রজা সহিদ মিয়া গং হালে বি,এস ৯৫১ দাগের ৩৩ শতক ভূমি বিগত ৩রা জুন ১৯৯৬ইং তারিখে সম্পাদিত ও রেজিষ্ট্রিকৃত ১৩৮৮ নং সাফ কবলা দলিল মূলে আব্দুল বাছির, সাং- আব্দুল্লাহপুর, ওয়ার্ড নং- ৬, ডাকঘর- সাতগাঁও, উপজেলা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, বরাবরে হস্তান্তর করে স্বত্ব ত্যাগী ও দখল সংশ্রবহীন হন।

উল্লেখিত আঃ বাছির উক্ত বি,এস ৯৫১ দাগের ৩৩ শতক এর অংশে ১১ শতক ভূমিতে মালিক দখলকার থাকা অবস্থায় রাবেয়া চৌধুরী ১ স্ত্রী, শামসুন্নাহার বেগম ও ঝরনা বেগম ২ কন্যা ও কাউসার আহম্মেদ পাঠান, মুখছেদুল করিম, মোঃ সোহেল রানা মোঃ আবু রাফি উদ্দিন আহম্মেদ ৪ পুত্র ওয়ারিশ বিদ্যমানে মৃত্যুবরন করে।

তৎপর স্ত্রী,পুত্র, কন্যাগন উক্ত ভূমি শান্তিপূর্ণ ভাবে ভোগ দখলকার থাকা অবস্থায় পারিবারিক আপোষ বন্টনে নিম্ন তফসিলে বর্ণিত ভূমি মুখছেদুল করিম প্রাপ্ত হয়।  বি এস ৯৫১ দাগে ভূমিতে মুখছেদুল করিমের ২টি দোকান ঘর আছে  ও অন্যান্য বাকি ভূমিতে সোহেল রানা,আবু রাফি উদ্দিন গং প্রাপ্ত হয়। মুখসেদুল করিম তফসিল বর্ণিত ভূমিতে ২টি দোকানঘর নির্মান করিয়া ব্যবসা করিয়া এবং অবশিষ্ট ভূমিতে খন্দক উপযোগী ফসলাদি উৎপন্ন করিয়া শান্তিপূর্ণ তাবে ভোগ দখলকার থাকা অবস্থায় ।

সোহেল রানা ও আবু রাফি উদ্দিন গং তাদের চিহ্নিত সন্ত্রাসী বাহিনী নিয়ে জোরে জব্বরে মুখছেদুল করিম এর মালিকানাধীন স্বত্ব দখলীয় ভূমি বে-দখল করিবার পায়তারা করিতেছে ও হাটে, ঘাটে, মাঠে লোকজনের নিকট বলাবলি করিতেছে এবং তফসিলোক্ত বিএস ৯৫১ দাগের ভূমি জোড় পূর্বক দখল করিয়া নিবে বলিয়া হুমকী প্রদান করিয়া আসিতেছে।

এরই ধারাবাহিকতায় ১৮ই আগষ্ট ২০২৫ ইং তারিখে রোজ সোমবার সময় অনুমান ১০.০০ ঘটিকার সময়,সোহেল রানা ও আবু রাফি উদ্দিন গং সহ অজ্ঞাতনামা ৮/৯ জন সন্ত্রাসী লোকজন লাঠি, সোটা, দাও, দেশীয় অস্ত্রাদি, লইয়া উক্ত ভূমি দখল করিতে আসিলে মুখছেদুল করিম গং তাহার লোকজন দ্বারা বাধা প্রদান করে। এমতাবস্থায় উভয় পক্ষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা খুন খারাবি হইয়া,আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়ে মুখছেদুল করিম গং এর অপূরনীয় ক্ষতি হইবে ।

মুখছেদুল করিমের প্রার্থনা,মাননীয় আদালত দয়া প্রকাশে ন্যায় বিচারের স্বার্থে সোহেল রানা ও আবু রাফি উদ্দিন গং তাহাদের নিয়োজিত অজ্ঞাতনামা ৮/৯ জন সন্ত্রাসীগন যাহাতে মুখছেদুল করিমের তফসিল বর্ণিত স্বত্ব দখলীয় ভূমিতে জোর পূর্বক প্রবেশ করিয়া, মুখছেদুল করিমকে বে-দখল করা সহ উক্ত তফসিলোক্ত ভূমি হইতে, মাটি কাটিয়া নেওয়া সহ অন্যত্র হস্তান্তর করিতে না পারে এবং উক্ত ভূমিতে কোন পাকা নির্মান কাজ করিতে না পারে তন্মর্মে,সোহেল রানা ও আবু রাফি উদ্দিন গং এর বিরুদ্ধে কারন দর্শানোর আদেশ সহ অফিসার ইনচার্জ বিজয়নগর থানা কে উভয় পক্ষের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দাঙ্গা হাঙ্গামা যেন না হয়। সে মর্মে ব্যবস্থা গ্রহনের আদেশ দানে সুবিচারের প্রার্থনা করে। পি-১২০২/২০২৫ মোকামঃ ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে। মুখছেদুল করিম বাদী হয়ে ১৪৪/১৪৫ ধারা অভিযোগ দায়ের করে। সোহেল রানা ও আবু রাফি উদ্দিন গং তাহাদের বিরুদ্ধে।

.    তফসিল ও চৌহুদ্দী

ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন,বিজয়নগর উপজেলাধীন, মৌজে- সাতবর্গস্থিত বি,এস খতিয়ান নং- ৩৬১৪, বি,এস ৯৫১ দাগের ৩৩ শতকের আন্দরে ১১ শতক নাল ভূমি যাহার উত্তরে- সড়ক, দক্ষিণে- হাজী আব্দুল হামিদ মিয়া, পূর্বে- তাজুল ইসলাম এবং পশ্চিমে- প্রদীপ চন্দ্র পাল গং।

এ বিষয়ে বিষয়ে সোহেল রানা গং নিকট জানতে চাইলে, ডেইলি ফ্রন্টিয়ার.নিউজ প্রতিনিধি কে বলেন, আমরা আদালতে আইনি লড়াই চালিয়ে যাব। যা হবার আদালতেই হবে

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৪ পূর্বাহ্ণ
  • ১১:৪৮ পূর্বাহ্ণ
  • ১৫:৫৫ অপরাহ্ণ
  • ১৭:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৫০ অপরাহ্ণ
  • ৫:৫৬ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102