বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে জাল বিদেশি মুদ্রা ছাপানোর কারখানা উন্মোচন, আটক ১ জাল বিদেশি মুদ্রা শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে বাধা আশুলিয়ায় প্রতারণা ও জালিয়াতি মামলায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার আন্দরকিল্লা শাহী জামে মসজিদকে দৃষ্টিনন্দন হিসেবে গড়ে তোলা হবে খুলনা দিঘলিয়ায় শিশু হত্যায় জাড়িত ফয়সালের বাড়িতে ভাংচুর অগ্নিসংযোগ কক্সবাজার জেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত জিইসির কনসার্টে গুলিতে আহত তরুণ ছাত্রদলের রাজধানীর পল্লবীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬ চট্টগ্রামে সাড়ে ২৪ লাখ শিশুকে দেওয়া হবে টাইফয়েডের টিকা জাতীয় পার্টিকে কিছুই করা হয়নি,একটু দৌড়ানি দেওয়া হয়েছে: ডিসি রমনা

প্রাইভেটকারে দুই লাশ: সিসিটিভি ফুটেজ দেখে যা বলছে পুলিশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

গাজী মাজহারুল ইসলাম

প্রাইভেটকারে দুই লাশ: সিসিটিভি ফুটেজ দেখে যা বলছে পুলিশ

প্রাইভেটকারে দুই লাশ: সিসিটিভি ফুটেজ দেখে যা বলছে পুলিশ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বেজমেন্টে পার্কিং করা প্রাইভেটকারে মিলেছে দুই লাশ। ছবি: বাংলানিউজ
ঢাকা: রাজধানীর মালিবাগের সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের বেজমেন্টে প্রাইভেটকারের ভেতরে থাকা দুইজনের লাশ উদ্ধারের বিষয়ে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে বলছে, গতকাল রোববার (১০ আগস্ট) ভোরের দিকে সেখানে প্রাইভেটকারটি পার্কিং করা হয়। গাড়িতে তারা দুইজন ছাড়া বাইরের কেউ ছিলেন না।

এছাড়া তাদের শরীরেও তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
সোমবার (১১ আগস্ট) বেজমেন্টে পার্কিং অবস্থায় ওই প্রাইভেটকারের ভেতর থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়।

এরা হলেন নোয়াখালীর চাটখিলের গোমাতলীর বাসিন্দা গাড়িচালক জাকির ও তার চাচাতো ভাই মিজান। গাড়ির নম্বর ধরে প্রাইভেটকার মালিক জোবায়ের আহমেদ সৌরভকে খুঁজে বের করে তার মাধ্যমে দুজনের পরিচয় জানা যায়।
প্রাইভেটকারের ভেতরে চালকের আসনে পাওয়া গেছে জাকিরের লাশ। আর পেছনের আসনে পাওয়া যায় মিজানের নিথর দেহ।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, সিসিটিভি পর্যবেক্ষণ করে দেখা গেছে, গাড়িতে তারা দুইজন ছাড়া বাইরের কেউ ছিলেন না। গতকাল গাড়ির মালিক ভোরের দিকে সেখানে গাড়ি থেকে নেমে চলে যান। তখন চালক গাড়িটি আন্ডারগ্রাউন্ডে পার্কিং করেন। এর আগে মিজান গাড়ি থেকে নেমে গেলেও আবার ওঠেন। সিসিটিভির ফুটেজে এরকম দৃশ্যই দেখা গেছে।

তাদের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি উল্লেখ করে মাসুদ আলম বলেন, গাড়ির ভেতর থেকে উল্লেখযোগ্য কিছুই পাওয়া যায়নি। হাসপাতালটিতে নিহতদের গ্রামের এক পরিচিত ভর্তি আছেন। বেজমেন্টে সাফোকেশন থাকে, প্রচণ্ড গরম। গরমের কারণে মরদেহ কিছুটা পচে গেছে। এছাড়া প্রাইভেটকারের দরজাগুলো লাগানো থাকলেও সেগুলোর লক ছিল না।

গাড়ির এসি থেকে কোনো বিষক্রিয়ায় নাকি অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ডিসি। তিনি বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৪ পূর্বাহ্ণ
  • ১১:৪৮ পূর্বাহ্ণ
  • ১৫:৫৫ অপরাহ্ণ
  • ১৭:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৫০ অপরাহ্ণ
  • ৫:৫৬ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102