বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে জাল বিদেশি মুদ্রা ছাপানোর কারখানা উন্মোচন, আটক ১ জাল বিদেশি মুদ্রা শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে বাধা আশুলিয়ায় প্রতারণা ও জালিয়াতি মামলায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার আন্দরকিল্লা শাহী জামে মসজিদকে দৃষ্টিনন্দন হিসেবে গড়ে তোলা হবে খুলনা দিঘলিয়ায় শিশু হত্যায় জাড়িত ফয়সালের বাড়িতে ভাংচুর অগ্নিসংযোগ কক্সবাজার জেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত জিইসির কনসার্টে গুলিতে আহত তরুণ ছাত্রদলের রাজধানীর পল্লবীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬ চট্টগ্রামে সাড়ে ২৪ লাখ শিশুকে দেওয়া হবে টাইফয়েডের টিকা জাতীয় পার্টিকে কিছুই করা হয়নি,একটু দৌড়ানি দেওয়া হয়েছে: ডিসি রমনা

পতেঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

আবুল বশার

পতেঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু
চট্টগ্রাম নগরীর আউটার রিং রোডে মাইক্রোবাসের ধাক্কায় রোহান খান (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তেল ফুরিয়ে যাওয়ায় রাস্তার পাশে থেমেছিলেন রোহান খান। মুহূর্তেই দ্রুতগতির একটি মাইক্রোবাস ধাক্কায় চোখের পলকে রাস্তা থেকে প্রায় ২০ ফুট দূরে ছিটকে পড়েন রোহান।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে পতেঙ্গা সংলগ্ন কেপিজেড গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রোহান খান নগরের বন্দর থানার নারিকেল তলা এলাকার বাসিন্দা। রোহান মেম্বার কামাল আহমেদের ছেলে। রোহান দীর্ঘদিন ধরে মায়ের সঙ্গে নানা বাড়িতে থাকতেন। ছিলেন পরিবারের একমাত্র সন্তান।

পরিবার জানায়, রোহান ওইদিন দুপুরে বাইকের মবিল পরিবর্তনের জন্য ছোট এক সঙ্গীকে নিয়ে বড়পুল এলাকায় যান। ফেরার পথে বাইকের তেল শেষ হয়ে গেলে রাস্তার পাশে দাঁড়িয়ে বন্ধুদের ফোন করছিলেন তিনি। হঠাৎ পেছন দিক থেকে ছুটে আসা মাইক্রোবাস ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, “ধাক্কা লেগে রোহান প্রায় ২০ ফুট দূরে গিয়ে পড়ে। তখনও তার মুখে একটাই কথা—‘আম্মুকে ডাকো।’”

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর পর হাসপাতালের বারান্দায় বসে কান্নায় ভেঙে পড়েন রোহানের মা।

এই মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে নারিকেল তলা ও ফকিরহাট এলাকায়। পরিচিতজনেরা বলছেন, রোহান ছিলেন শান্ত, ভদ্র এবং দায়িত্বশীল তরুণ। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে তার মৃত্যুর সংবাদ, বন্ধুরা জানাচ্ছেন শোক।

বন্দর থানার ওসি বলেন, “দুর্ঘটনার পর আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। মাইক্রোবাসটির শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলছে, মরদেহ ময়নাতদন্তের শেষে রোহানের দেহ মায়ের কাছেই পাঠানো হয়েছে।”

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৪ পূর্বাহ্ণ
  • ১১:৪৮ পূর্বাহ্ণ
  • ১৫:৫৫ অপরাহ্ণ
  • ১৭:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৫০ অপরাহ্ণ
  • ৫:৫৬ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102