মরণ কামড় দিও
গাজী মাজহারুল ইসলাম
তারিখঃ ০৭-০৮-২০২৫ইং
ডেঙ্গু ভাইজান ডেঙ্গু ভাইজান
তুমি সবার প্রিয়,
উনিশ কোটি দেশজনতার
সবার সালাম নিও।
আকাশ বাতাস বাউলা পরাণ
নতুন জনম নিও,
তুমি যাদের কামড় দিচ্ছ
তারা তো নিরীহ।
এমন কামড় দিসনে ভাইজান
ভাবনাটা ভাবিও।
প্রাণ বিনাশ তোমার কীটনাশক
সব করছে দূর্নীতি,
চায়না কেউ জনসাধারণের
এখন আর উন্নতি।
পারলে নেতা নেত্রীদেরকে
নিরাপদ রাখিও।
মানুষ বিষে মরছে নদী
কেউ চায়না প্রতিকার,
পরিবেশের করছে ক্ষতি
দিনে রাতে বার বার।
মৃত্যু এখন বিকোয় না আর
মরণ কামড় দিও।
তুমি নাকি ভীষণ প্রকার
সুক্ষ্ম একটি সৈনিক,
ফেরাউনকে আঘাত করতে
দিবারাত্রি দৈনিক।
এখন কেন কামড়াও তবে
সকলেই নিরীহ।