
বিজয়কে অর্থবহ করতে হলে জাতীয় ঐক্য অপরিহার্য
আলোচনা সভায় বিশেষ সহকারী ড.আনিসুজ্জামান
বিজয়কে অর্থবহ করতে হলে জাতীয় ঐক্য অপরিহার্য
আলোচনা সভায় বিশেষ সহকারী ড.আনিসুজ্জামান..
চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও চট্টগ্রাম কলেজিয়েট স্কুল প্রাক্তন ছাত্র সমিতি (চট্টগ্রাম কলেজিয়েটস) এর যৌথ উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা গত ১৫ ডিসেম্বর স্কুলের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজিয়েটসের সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, সিনিয়র সহ–সভাপতি আমীর হুমায়ূন মাহমুদ চৌধুরী। সভাপতিত্ব করেন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ তজল্লী আজাদ। চট্টগ্রাম কলেজিয়েটসের সাধারণ সম্পাদক লায়ন মোস্তাক হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি বলেন, একটি জাতির প্রকৃত বিজয় কেবল যুদ্ধক্ষেত্রের অর্জনে সীমাবদ্ধ নয় বিজয়কে অর্থবহ করতে হলে জাতীয় ঐক্য অপরিহার্য। স্বাধীনতার পরবর্তী সময় থেকে আমাদের রাজনৈতিক বিভাজন আমাদের অর্জিত সাফল্যকে নষ্ট করেছে। কলেজিয়েটস এখনো ঐক্যবদ্ধ। জাতীয় ঐক্যমত্যের যাত্রায় কলেজিয়েটস একটি জাতীয় উদাহরণ। এ সময় আরো বক্তব্য দেন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক মাহাবুবুল আলম, সিনিয়র শিক্ষক সাহেদ মাহমুদ ও সিনিয়র কলেজিয়েটস নিয়াজ মোহাম্মদ খান। বক্তারা প্রাক্তন ছাত্র সমিতির সিনিয়র সহ–সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরীর উদ্যোগে ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী সহযোগিতায় দীর্ঘদিনের দাবি একটি স্কুল অডিটোরিয়াম ও মসজিদ নির্মাণে উদ্যোগ গ্রহণ করে প্রধান উপদেষ্টার নির্দেশনায় দ্রুত নির্মাণকাজ শুরু হওয়ায় কৃতজ্ঞা প্রকাশ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন কলেজিয়েটস্ নুরুল আমিন খান, ফরিদুল আলম, ফজলুল হক, মোহাম্মদ জাকারিয়া, গোলাম মহিউদ্দিন মুকুল, আশিষ বড়ুয়া, অ্যাডভোকেট এহেতেশামুল ইসলাম রিশতা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি