
পতেঙ্গায় দেড় লাখ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে দেড় লাখ পিস ইয়াবাসহ মো. নাছির নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে পতেঙ্গার ধুমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে র্যাবের একটি দল পূর্ব কাঠগর এলাকায় অভিযান চালিয়ে মো. নাছিরকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৪ কোটি টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নাছির দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান র্যাব কর্মকর্তারা।