সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষা ১৯ ডিসেম্বর মুক্তিযুদ্ধের শহীদরা জাতির শ্রেষ্ঠ সন্তান: মেয়র ডাঃ শাহাদাত চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন নগরের চা দোকানি ইসমাইল হত্যা মামলায় ২ জন গ্রেপ্তার কর্ণফুলী থানাধীন নকল সাবান তৈরির কারখানার সন্ধান মিয়ানমারে তীব্র সংঘর্ষ, মর্টারশেল ও গুলি এসে পড়ল টেকনাফে হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার জামায়াতে যোগ দিলেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর আক্তারুজ্জামান জুলাইযোদ্ধারা বিশেষ নিরাপত্তা পাবেন : স্বরাষ্ট্র উপদেষ্টা ক্যান্সারের সাথে ২৬ মাসের লড়াইয়ে ক্লান্ত শিশু রাফসান

মিয়ানমারে তীব্র সংঘর্ষ, মর্টারশেল ও গুলি এসে পড়ল টেকনাফে

মনছুরুল ইসলাম চৌধুরী
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

মিয়ানমারে তীব্র সংঘর্ষ, মর্টারশেল ও গুলি এসে পড়ল টেকনাফে

আবারো টেকনাফের ওপারে মিয়ানমারে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। এতে মর্টারশেল ও গোলাগুলির শব্দে কাঁপছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকার বাড়িঘর। মিয়ানমার থেকে ছোঁড়া গুলি টিনের চালা ভেদ করে ঘরে পড়েছে। নাফ নদীতে মর্টারশেলের ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এতে সীমান্তজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। গতকাল শনিবার ভোর থেকে থেমে থেমে একটানা ৪ ঘণ্টা টেকনাফের হোয়াইক্যং সীমান্তে এ ঘটনা ঘটে।

হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত টানা চার ঘণ্টা হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের পুরো সীমান্ত এলাকায় মর্টারশেল বিস্ফোরণ ও গোলাগুলির বিকট শব্দে সীমান্তবর্তী বাড়ি–ঘর কেঁপে ওঠে। এ ঘটনায় সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি বলেন, হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতর থেকে এসব মর্টারশেল নিক্ষেপ ও গুলি চালানো হচ্ছে। এসময় হোয়াইক্যং বাজার সংলগ্ন মোহাম্মদ হোসেন, আব্দুল কুদ্দুস ও বালুখালী গ্রামের সরওয়ার আলমের বাড়িতে কয়েকটি গুলি এসে পড়ে। এছাড়া উত্তর পাড়া সংলগ্ন নাফ নদীতে একটি মর্টারশেল পড়লে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। মোহাম্মদ হোসেনের ছেলে নুরুল আবছার বলেন, শনিবার ভোর থেকে গোলাগুলির শব্দ হচ্ছে, সেইসঙ্গে মর্টারশেল ফায়ারের শব্দ ভেসে আসছে। ঠিক এমন মুহূর্তে আমার ঘরের টিনে পরপর দুটি গুলি এসে পড়লে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত গোলাগুলির শব্দ এপারে ভেসে আসছে। যখন ফায়ার হয় বাড়ি–ঘর কেঁপে ওঠে।

সরওয়ার আলম বলেন, গোলাগুলি শুরু হলে সন্তানদের নিয়ে আমি বাড়ির ভেতরে একটি নিরাপদ স্থানে আশ্রয় নিই। গুলির বিকট শব্দে আমরা ভয়ে কাঁপছিলাম। গুলি ও ফায়ারের সময় বাড়ি–ঘর কেঁপে উঠছিল। এমন অবস্থায় হঠাৎ একটি গুলি টিনের ছাউনি ছিদ্র করে বাড়ির ভেতরে পড়ে যায় এবং গুলিটি ঘুরতে থাকে। পরে গুলিটি হাতে ধরলে তা গরম অনুভূত হয়।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র জানান, ভোর থেকে সকাল পর্যন্ত প্রচুর গোলাগুলির শব্দ মিয়ানমার সীমান্ত থেকে এপারে ভেসে আসে। কয়েকটি বাড়িতে গুলি পড়েছে বলে শোনা গেছে। লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৮ অপরাহ্ণ
  • ১৭:১৭ অপরাহ্ণ
  • ১৮:৩৬ অপরাহ্ণ
  • ৬:৩৩ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102