শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে দৌড়ে পালানোর সময় তিন ভারতীয় নাগরিক আটক

সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে দৌড়ে পালানোর সময় তিন ভারতীয় নাগরিক আটক

খাগড়াছড়িতে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় পানছড়ির মোহাম্মদপুর থেকে তাদেরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা ভারতীয় নাগরিক বলে জানায়।

এই ঘটনায় পানছড়ি থানার এসআই সেন্ট মিয়া বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে পানছড়ি থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আটককৃত তিনজন ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার নতুন বাজার থানার গ্রুইনাং পাড়া গ্রামের বাসিন্দা দইচন্দ্র রিয়াং এর ছেলে জেমস কুমার রিয়াং (৩৩), জেষ্ট মহন রিয়াং এর ছেলে তরসেন রিয়াং (৩০) ও লাল মান জুয়ালার ছেলে লাল থাকমা রিয়াং (৩২)।

গত শনিবার ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার রইশ্যাবাড়ি থানার চপলিং ছড়ার চোরাপথে দুর্গম খাগড়াছড়ির পানছড়ি উপজেলার রুপসেন পাড়া হয়ে বাংলাদেশে প্রবেশ করে। গতকাল তারা পানছড়ি সীমান্ত দিয়ে ভারতে ফেরার পথে যৌথবাহিনীর চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা করে। পরে তাদেরকে ধাওয়া দিয়ে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ভারতীয় নাগরিক এবং বিনা পাসর্পোটে অবৈধ অনুপ্রবেশের কথা স্বীকার করে। তাদের আধার কার্ড, মোবাইল ফোন ও টাকা জব্দ করা হয়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ মামলা দায়েরের পর তাদের আজ (বৃহস্পতিবার) আদালতে পাঠানো হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩৪ অপরাহ্ণ
  • ৬:৩০ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102