
বাইশফাঁড়ি সীমান্তে অনুপ্রবেশকারী ৬ জন মিয়ানমার নাগরিক আটক
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত অতিক্রম করে করে বাংলাদেশে অনুপ্রবেশ করা ৬ জন মিয়ানমারের নাগরিককে আটক করেছে বাইশফাঁড়ি বিওপি।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ৩৪ বিজিবি’র অধীনস্থ বাইশফাঁড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৬ হতে আনুমানিক ৫০ মিটার উত্তর পশ্চিমে বাংলাদেশর অভ্যন্তরে চাকমাপাড়া থেকে তাদের আটক করা হয়। বিজিবি সুত্র জানান, এই ৬ জন মিয়ানমারের তংচংগ্যা সম্প্রদায়ের পুরুষ নাগরিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, শুকর ধরার উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন তারা।
আটকরা হল, রাখাইন রাজ্যের মংডু জেলার তুমব্রুর মেদাই গ্রামের মংফুতাই তংচংগ্যা (৩০), কালু তংচংগ্যা (২৬), মুচা তংচংঙ্গা (৪৫), মংচিউ তংচংগ্যা (৩০), ভেট্টিয়া তংচংঙ্গা (২৫) ও ইতুয়াইন তংচংগ্যা (১৭)।
বিজিবি জানায়, রাত ৯ টার দিকে ঘুমধুমের বাইশফাঁড়ি বিওপি থেকে আটক এই ৬ মিয়ানমার নাগরিককে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
তবে রাত ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক মিয়ানমার নাগরিকরা থানায় পৌঁছেনি বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা। তিনি বলেন, অন্তত ৪০/৪৫ কিলোমিটার দুরের পথ বেয়ে থানায় পৌঁছাতে হয়তো সময় লাগছে।