বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ বাইশফাঁড়ি সীমান্তে অনুপ্রবেশকারী ৬ জন মিয়ানমার নাগরিক আটক চমেক হাসপাতালের পূর্ব গেট থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার আকবরশাহে চার বছরের শিশু অপহরণ, ৩৬ ঘণ্টায় উদ্ধার,অপহরণকারী গ্রেপ্তার উন্নয়ন কার্যক্রমে শৃঙ্খলা আনতে প্রয়োজন নগর সরকার : মেয়র ডাঃ শাহাদাত নির্বাচনের তফসিল হলেও সরকারের সব কার্যক্রম বন্ধ হবে না: অর্থ উপদেষ্টা চাঁদাবাজদের কারণে নিরীহ মানুষের শান্তি-নিরাপত্তা নাই উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ আজ চট্টগ্রামে কৃষকের ঘরে আমন ধান তবুও বাড়ছে চালের দাম ১০ বছর নিঃসন্তান থাকার পর চট্টগ্রামে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন নারী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে হারবাং বাজারে পথসভায় সালাউদ্দিন আহমদ

এম কে আলম চৌধুরী
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে
হারবাং বাজারে পথসভায় সালাউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার–১ আসনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমদ বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করলে প্রথমেই চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা হবে। এটিই হবে সরকারের প্রথম প্রকল্প। এই প্রতিশ্রুতি আমি আপনাদের সন্তান হিসেবে দিচ্ছি। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে গভীর সমুদ্র বন্দরের কার্যক্রম পূর্ণাঙ্গরূপে চালু হবে। তখনই চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করাটা বাধ্যতামূলক হবে। সুতরাং তার আগেই করতে হবে। গতকাল রবিবার নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার–১ চকরিয়ার হারবাং ইউনিয়নের হারবাং বাজারে অনুষ্ঠিত ধানের শীষের নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাউদ্দিন আহমেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তাঁহার সুযোগ্য সহধর্মিণী বেগম খালেদা জিয়া তার বলিষ্ঠ নেতৃত্বে সেই গণতন্ত্র এগিয়ে নিয়ে গেছেন। দীর্ঘ নয় বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তার আপোষহীন নেতৃত্বের কারণে বেগম খালেদা জিয়াকে আপোষহীন দেশনেত্রী উপাধিতে ভূষিত করেছিল এদেশের জনতা। তাঁর নেতৃত্বে বাংলাদেশে দীর্ঘ ষোল–সতের বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংঘটিত হয়েছে। গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। এ কারণে আবার এদেশের মানুষ তাঁকে গণতন্ত্রের মা উপাধি দিলেন। বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া আজ অসুস্থ। তাঁর সুস্থতা কামনা করে আপনাদের সকলের দোয়া প্রার্থনা করছি। সকাল ১১ টায় নিজ নির্বাচনী এলাকায় ষষ্ঠ দিনের মত গণসংযোগ শুরু করেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। এদিকে প্রতিটি ইউনিয়নে তাকে একপলক দেখার জন্য উচ্ছ্বসিত জনতার সরব উপস্থিতি বেশ লক্ষণীয়। মানুষ ব্যাপক উৎসাহ নিয়ে পথসভা গুলোতে যোগ দিচ্ছেন। এ সময় উপস্থিত ছিলেন–বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি ও তাঁর সহধর্মিণী এডভোকেট হাসিনা আহমদ, কঙবাজার জেলা চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক,সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ আরও অনেকেই। বিকালে তিনি উত্তর হারবাং (সাংগঠনিক) ইউনিয়নে ধারাবাহিকভাবে গণসংযোগ করেন এবং তাঁরই পিতা মৌলভী ছাইদুল হক উচ্চ বিদ্যালয় মাঠে পথসভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষার মান উন্নয়নে কাজ করবেন বলে জানান। ঘোষণা দেন– আগামীতে উত্তর হারবাং আলাদা ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠা করার। হারবাং ও উত্তর হারবাং (সাংগঠনিক) ইউনিয়নে দুটি পথ সভায় অংশ নেন তিনি। দুপুরে হারবাং ইউনিয়নের ঐতিহ্যবাহী রাখাইন পল্লীতেও ধানের শীষের প্রচারণা চালান সালাহউদ্দিন আহমদ।

এ সময় কাছে পেয়ে উচ্ছ্বসিত রাখাইন সমপ্রদায়ের নারীরা তাকে ফুলেল শুভেচছা জানান।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩৪ অপরাহ্ণ
  • ৬:৩০ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102