আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
বিজয়নগরে ট্রাক্টর ধান বহন করাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ১
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের সেমড়া গ্রামে দুই ট্রাক ড্রাইভার এর হাতাহাতির জেরে আহত হয়েছেন সেমড়া গ্রামের মৃত গোলাপ খার ছেলে সোহাব খান (৪০)
অভিযুক্ত ড্রাইভার আহতের ফুফাতো ভাই মৃত আবুলালের ছেলে কবির মিয়া।
তারা উভয়ই ট্রাক ড্রাইভার, অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ই এপ্রিল কৃষকের ধান মাঠ থেকে নিয়ে আশাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কবির মিয়ার হাতে থাকা স্ক্রু ড্রাইভার দিয়ে গোলাপ খা এর পিটে পরপর দু-তিনটি আঘাত করে। ঘটনাস্থল থেকে অভিযুক্তের ট্রাক্টর আটক রাখা হয়।
উক্ত ঘটনাকে বুধন্তী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজান মিয়া দায়িত্ব নেওয়া সালিশি অমীমাংসিত অবস্থায় ১৭ই এপ্রিল (বৃহস্পতিবার) রাত ১১টায় আহত সোহাব খান বিজয়নগর থানায় অভিযোগ দাখিল করে, ফেরার পথে রাত অনুমান ১২টায় বুধন্তী থেকে সেমড়া যাওয়ার পথে অভিযোগকারীকে আটকে রাখে।
অভিযোগকারীর পরিবার আটকে রাখার খবর জানতে পেরে বিজয়নগর থানায় পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ রওশন আলী জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।