বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে বিএনপির প্রার্থী হলেন যারা বায়ু দূষণ রোধে একযোগে অভিযানে নামছে সংস্থাগুলো : পরিবেশ উপদেষ্টা কক্সবাজার অঞ্চলে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তরুন উদ্যোক্তা সমাবেশ সিইউএফএল ছয় মাস পর আবারও ফিরল উৎপাদনে কক্সবাজার জেলা প্রেসক্লাবের জরুরি সভা.. সৈকত দখল করে ব্যবসা করলে আইনি ব্যবস্থা পতেঙ্গা সৈকতে উচ্ছেদ অভিযানে মেয়র প্লাস্টিকের দূষণ মোকাবেলায় পতেঙ্গা সৈকতে সচেতনতামূলক কর্মসূচি টাকা দিয়ে ঝটিকা মিছিল, আইনের আওতায় আসবে অর্থদাতারা: পুলিশ নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি নায়েক আক্তার মৃত্যু হাটহাজারীতে ছাত্রলীগের মিছিলের চেষ্টা, গ্রেফতার ২

সিইউএফএল ছয় মাস পর আবারও ফিরল উৎপাদনে

মোঃ জয়নাল আবেদীন
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

সিইউএফএল ছয় মাস পর আবারও ফিরল উৎপাদনে

ছয় মাসের দীর্ঘ বন্ধ অবস্থা কাটিয়ে অবশেষে চালু হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় রাষ্ট্রায়ত্ত চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)।

গ্যাস সংকটে মুখ থুবড়ে পড়া দেশের অন্যতম বৃহৎ এ সার কারখানায় শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান।

দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে প্রতিদিন গড়ে ৩ থেকে ৪ কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হয় এবং রাষ্ট্রীয় কোষাগারে ক্ষতির পরিমাণ দাঁড়ায় কয়েকশ কোটি টাকায়। কারখানা বন্ধ থাকলেও ১ হাজারের বেশি শ্রমিক-কর্মচারীর বেতন ও অন্যান্য খরচ বাবদ প্রতি মাসে ব্যয় হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা।

সিইউএফএলের এমডি মিজানুর রহমান জানান, ‘আমাদের প্রকৌশলীরা নিরলস পরিশ্রম করেছেন। গ্যাস সরবরাহ এখন স্থিতিশীল আছে। যদি এ সরবরাহ বজায় থাকে এবং যান্ত্রিক কোনো সমস্যা না দেখা দেয়, আমরা খুব দ্রুত পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরব।’

উল্লেখ্য, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) গত ১১ এপ্রিল হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে সিইউএফএলের উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে অক্টোবরের শেষ দিকে ধীরে ধীরে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হলে সপ্তাহখানেকের প্রস্তুতির পর শনিবার রাতে ইউরিয়া উৎপাদন পুনরায় চালু হয়।

কারখানা সচল রাখতে দৈনিক ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। তবে গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে গত অর্থবছরে কারখানাটি মাত্র আড়াই লাখ মেট্রিক টন সার উৎপাদন করতে সক্ষম হয়—যেখানে পূর্ণ সক্ষমতায় বার্ষিক উৎপাদন সক্ষমতা ৫ লাখ ৬০ হাজার মেট্রিক টনেরও বেশি।

১৯৮৭ সালের ২৯ অক্টোবর জাপানের প্রযুক্তি সহায়তায় কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে আনোয়ারার রাঙ্গাদিয়ায় গড়ে ওঠে সিইউএফএল। ১৯৯১ সালে উৎপাদন শুরু করা এ প্রতিষ্ঠান একসময় দেশের সার উৎপাদনে মুখ্য ভূমিকা পালন করত। বর্তমানে এর দৈনিক উৎপাদন ক্ষমতা ১,২০০ মেট্রিক টন ইউরিয়া এবং ৩ লাখ ১০ হাজার মেট্রিক টন অ্যামোনিয়া।

তবে শ্রমিকরা বলছেন, “উৎপাদন চালু হলেও ভবিষ্যৎ অনিশ্চিত। গ্যাস সরবরাহে স্থায়ী সমাধান না হলে আবারও বন্ধ হয়ে যেতে পারে কারখানাটি।”

বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ারুল আজিম বলেন, “এই কারখানাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছিল। আমরা চাই, সরকার স্থায়ী গ্যাস সরবরাহ নিশ্চিত করুক। নইলে দেশের গুরুত্বপূর্ণ এই কারখানার ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে।”

দেশে ইউরিয়া সারের বার্ষিক চাহিদা প্রায় ২৬ লাখ মেট্রিক টন। সিইউএফএলসহ বিসিআইসির অন্যান্য কারখানায় উৎপাদন হয় প্রায় ১০ লাখ মেট্রিক টন, বাকি ১৬ লাখ মেট্রিক টন আমদানি করতে হয় বিদেশ থেকে। এতে প্রতি বছর বৈদেশিক মুদ্রায় বিপুল চাপ পড়ে।

স্থানীয়রা মনে করছেন, যদি গ্যাস সরবরাহ স্থিতিশীল রাখা যায়, তাহলে সিইউএফএল পুনরায় তার পুরোনো জৌলুস ফিরে পাবে, কমবে আমদানি নির্ভরতা, আর দেশের কৃষিখাতও পাবে নতুন গতি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৩ পূর্বাহ্ণ
  • ১১:৪৫ পূর্বাহ্ণ
  • ১৫:৪১ অপরাহ্ণ
  • ১৭:২১ অপরাহ্ণ
  • ১৮:৩৬ অপরাহ্ণ
  • ৬:০৬ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102