মিজানুর রহমান
সরাইলে কালীকচ্ছের চানপুরে জিনু মেম্বার এর বিরুদ্ধে মাটি খেকো'র অভিযোগ উঠছে
. ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা কালীকচ্ছ ইউনিয়নের ১ নং চানপুর ওয়ার্ডের মৃত মাহমদ আলীর ছেলে জিনু মেম্বার (সাবেক) ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি পদধারী,ভূমি খেকো জীনু মেম্বার এর বিরুদ্ধে এমনই অভিযোগ উঠছে।
. সরেজমিনে ঘুরে জানা যায়, নাম প্রকাশে অনিচ্ছুক এমন একাধিক ব্যক্তি জানান, নামধারী সাংবাদিকদের (প্রতি সাংবাদিকে) ৫০০(পাঁচ শত)টাকা থেকে ১০০০(এক হাজার) টাকা দিলেই নিউজ করে না। বড় বড় সাংবাদিকদের বেশি লাগে। আপনাদের মত এমন অনেক সাংবাদিক আসছে আর গেছে, টাকার জন্য আসে, টাকা পাইলে নিউজ করে না । এমন অনেক সাংবাদিক দেখছি । জানি আপনারাও নিউজ করবেন না ।
. জিনু মেম্বারের একটি ভূমি খেকো চক্র আছে,বিশাল শক্তিশালী সিন্ডিকেট । তাহাদের সামনে ভয়ে মুখ খুলে না কেউ । উপজেলা পর্যায়ে বাংলাদেশ সরকারের দায়িত্বে থাকা লোকজনও অদৃশ্য কারণে নীরব ভূমিকা পালন করছে, ভুমি খেকো জিনু মেম্বার চক্রের বিরুদ্ধে।টাকা খেয়ে সবাই জিনু মেম্বার চক্রের কাছে বোবা হয়ে যায় । এবার আমার লেখাও কাজ হবে কি না জানি না ? সত্য ঘটনা আমি লিখতে বাধ্য দেশ ও জাতির স্বার্থে ।
. পুকুর ভরাট,৩ ফসলি ধানের জমি ভরাট,২ ফসলি ধানের জমি ভরাট,সরকারি খাল ভরাট, দীঘি ভরাট,নালা ভরাট , ৪/৫ টি জায়গা তৈয়ার করা আছে ভরাট করার জন্য । মাঠ ভরাট, গোরস্থানের জায়গা ভরাট,বাড়ির জন্য জায়গা ভরাট। টাকা দিলে জিনু মেম্বার চক্রের কাজই হলো যে কোন কিছু ভরাট । এলাকাবাসী ও সাধারণ মানুষ আশ্চর্য,কিভাবে দীর্ঘদিন ধরে জিনু মেম্বার চক্র কাজ করছে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে।
. এ ব্যাপার ১০ই মার্চ রোজ সোমবার বিকাল ৩ ঘটিকার সময় সাংবাদিক প্রতিনিধি জিনু মেম্বার চক্রের সদস্য সজিব কে শাহ পুর রাস্তার পাশে ৩ ফসলী ৬০ শতক ধানের জমি ভরাট করতে দেখা যায়। জিজ্ঞাসাবাদে লেবার সজীব জানায়,আমাদের বস জিনু মেম্বার তাহার সাথে আরও অনেকে আছেন। চানপুর বাজারের দক্ষিণ দিকে প্রায় ২ একর ৩ ফসলী জমি ভরাট করে ফেলছে। চানপুর মসজিদের পূর্ব দিকে প্রায় ৬০ শতক ৩ ফসলী ভরার জন্য প্রস্তুত আছে।
. এ বিষয়ে জিনু মেম্বারের মোবাইল ০১৯৪৭ ৬৮১ ৫৩২. নম্বরে একাধিকবার ফোন দিও পাওয়া যায়নি।