ওমর সিলেট বিভাগীয় ব্যুরো
ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে সয়াবিন তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া: বেশি দামে সয়াবিন তেল বিক্রির দায়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের জগৎ বাজারে তিনটি পাইকারি প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৮ মার্চ) বিকেলে অভিযান চালিয়ে এ জরিমানা করেন অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইফতেখারুল আলম।
তিনি জানান, বেশি দামে তেল বিক্রি করার দায়ে জগৎ বাজারের আয়াত ওয়েল মিলকে তিন হাজার, মেসার্স কাউসার ট্রেডার্সকে তিন হাজার ও সুরজিত স্টোরকে এক হাজারসহ মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা, ধার্যকৃত মূল্যের চাইতে বেশি দামে গ্রহণ না করার বিষয়ে তাদের সতর্কও করা হয়েছে।