রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :

শয়তানদের শিকারের নামে কোনো নিরীহ মানুষ যেন ভুক্তভোগী না হয়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

 

 

মাসুদ পারভেজ

শয়তানদের শিকারের নামে কোনো নিরীহ মানুষ যেন ভুক্তভোগী না হয়

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়: জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক
চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, শয়তানদের শিকার করা অব্যাহত থাকবে। তবে, শয়তান শিকারের নামে কোনো নিরীহ মানুষ যেন ভুক্তভোগী না হয়।

এ বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কর্ণফুলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে তারুণ্যের মেলা, উপজেলা প্রশাসনিক ভবন, শহীদ মিনার এবং উপজেলা অডিটোরিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদা খানম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে যাত্রা শুরু হয়েছে, আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় বাংলাদেশ আর কখনও পথ হারাবে না। উন্নয়নের মহাসড়কে এগিয়ে থাকতে হলে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে।

তিনি বলেন, আমরা যে আগামী দিনের বাংলাদেশ নির্মাণ করতে চাই, তা অত্যন্ত চ্যালেঞ্জিং। বলা হয়ে থাকে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।

ছোট ছোট ছেলেমেয়েরা আমাদের যে নতুন স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছে, তা যেন আমরা যথাযথভাবে রক্ষা করতে পারি।
অনুষ্ঠান শেষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-২৪ এর আহতদের সম্মাননা প্রদান, বন্যহাতির আক্রমণে নিহত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ, নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ প্রদান, ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায় দোকান ও গাভী বিতরণ এবং শীতবস্ত্র বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাতের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার আমাতুল্লাহ আরজুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় ব্যক্তিবর্গ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৫:৩৫ অপরাহ্ণ
  • ১৭:১৪ অপরাহ্ণ
  • ১৮:৩৩ অপরাহ্ণ
  • ৬:২৭ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102