রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :

চকরিয়ায় ফাঁসিয়াখালী সংরক্ষিত বনাঞ্চল থেকে হাতির মরদেহ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

 

 

এম কে আলম চৌধুরী

চকরিয়ায় ফাঁসিয়াখালী সংরক্ষিত বনাঞ্চল থেকে হাতির মরদেহ উদ্ধার,,,

কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের ভেতর একটি বয়স্ক হাতির মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ।

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জাধীন ফাঁসিয়খালী বনবিটের দক্ষিণ ঘুনিয়ার আবুলের ঘোনা এলাকায় আজ বুধবার সকালে হাতিটির মরদেহ পড়ে থাকার খবর পায় বনবিভাগ।

সংরক্ষিত বনাঞ্চলের ভেতর বন্যহাতি মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন।

রেঞ্জ কর্মকর্তা মেহরাজ জানান- মারা যাওয়া হাতিটির মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শারীরিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এ সময় হাতিটির শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও জানান- মারা যাওয়া হাতিটির বয়স আনুমানিক ৪৫ বছর হবে। এটি পুরুষ হাতি। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ মোন্তাকিম বিল্লাহ হাতিটির ময়নাতদন্ত কার্যক্রম সম্পন্ন করেন। এ সময় হাতিটির বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সংগ্রহ করা হয়েছে ল্যাবে পাঠানোর জন্য। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে হাতিটি সঠিক কী কারণে মারা যেতে পারে।

প্রশ্নের জবাবে রেঞ্জ কর্মকর্তা মেহরাজ বলেন, হাতিটি মারা যাওয়ার পেছেন কোন রহস্য আছে কী-না তা খতিয়ে দেখা হবে। তবে হাতিটি যেখানে মারা পড়েছে সেখানে এবং আশপাশের কোথাও বৈদ্যুতিক বা অন্য কোন ফাঁদ পাতার প্রমাণ পাওয়া যায়নি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৫:৩৫ অপরাহ্ণ
  • ১৭:১৪ অপরাহ্ণ
  • ১৮:৩৩ অপরাহ্ণ
  • ৬:২৭ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102