
কক্সবাজার সমুদ্র সৈকতে বহুমুখী পাটপণ্য মেলা – ২০২৫ আয়োজন।
মনছুরুল ইসলাম চৌধুরী
গত ০৪ ফেব্রুয়ারী ২০২৫ইং তারিখ (মঙ্গলবার) হতে আগামী ০৮ ফেব্রুয়ারী ২০২৫ইং তারিখ (শনিবার) পর্যন্ত ০৫ দিন ব্যাপী কক্সবাজার সমুদ্র সৈকত লাবণি পয়েন্ট এলাকায় জেলা প্রশাসনের সহযোগিতায় পাট অধিদপ্তর ও জেডিপি, বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক বহুমুখী পাটপণ্য মেলা-২০২৫ এর আয়োজন করা হয়েছে।
উক্ত মেলায় ৩২টির মতো স্টল স্হাপিত হয়েছে এবং প্রতিটি স্টলে বিভিন্ন রকমের পাটের তৈরি দ্রব্যসামগ্রী সত্যি পর্যটক ও এলাকার জনগণের দৃষ্টি কেড়েছে।
বাংলাদেশে একসময় পাটকে সোনালী আঁশ বলা হতো ও উহা সোনালী আঁশ নামেও পরিচিত ছিল। পাট ও পাটজাত দ্রব্যসামগ্রী বিদেশে রপ্তানি করে প্রতি বছর প্রচুর বৈদিক মুদ্রা আয় করতো।
পরবর্তীতে বিভিন্ন কারনে পাট চাষ/উৎপাদন বহুলাংশে হ্রাস পায় এবং অনেক পাট শিল্প কারখানা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। ফলে পাটের তৈরি দ্রব্য সামগ্রীর স্থলে বিভিন্ন ধরনের তৈরিকৃত দ্রব্য সামগ্রীর ব্যবহার, চাহিদা বৃদ্ধি পায়।
বর্তমানে আগের মতো পাট চাষের প্রতি আগ্রহ বাড়ানোসহ উৎপাদন উহার যথাযথ মূল্যায়ন ও পাটের তৈরি দ্রব্য সামগ্রীর ব্যবহার নিশ্চিত করতে বর্তমান অন্তরবর্তীকালিন সরকার কর্তৃক বিভিন্ন প্রদক্ষেপ গ্রহন নিয়েছেন।