
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের কয়েকজনের বৈঠক
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের কয়েকজনের বৈঠক
গুলশানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে ১২ দলীয় জোটের কয়েকজন নেতা।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ১২ দলীয় জোটের কয়েকজন নেতা। বুধবার গুলশানে বিএনপির সাবেক চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেল বলেছে, রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বৈঠককালে তারেক রহমান ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি তাদের খোঁজখবর নেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।
তারেক রহমানের সঙ্গে আমান আযমীর সাক্ষাৎতারেক রহমানের সঙ্গে আমান আযমীর সাক্ষাৎ
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ১২ দলীয় জোটের নেতাদের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল করিমসহ জোটের একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।