সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :

চাদাঁবাজি বাদ দিয়ে মামলা দিতে বাধ্য করার অভিযোগ

মোঃ ইসমাইল
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

চাঁদাবাজি বাদ দিয়ে মামলা দিতে বাধ্য করার অভিযোগ

চট্টগ্রাম: বোয়ালখালীতে প্রভাবশালী মহলের চাপের কারণে চাঁদাবাজির অভিযোগ বাদ দিয়ে মামলা করতে বাধ্য করার অভিযোগ তুলেছেন এক ভুক্তভোগী।

রোববার (১১ জানুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাবে এ ঘটনার প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

ভুক্তভোগীর অভিযোগ, গত ৩ জানুয়ারি তিনি তাঁর সহধর্মিণী ও প্রত্যক্ষদর্শীদের নিয়ে বোয়ালখালী থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে এজাহার দাখিলের চেষ্টা করেন। তবে থানা কর্তৃপক্ষ প্রভাবশালী মহলের অন্যায় ইন্ধনে এজাহার থেকে চাঁদাবাজির অংশ বাদ দেওয়ার পরামর্শ দেয়।

পরে নিরুপায় হয়ে থানার পরামর্শ অনুযায়ী চাঁদাবাজির অভিযোগ বাদ দিয়ে প্রাণঘাতী হামলার ঘটনার বিবরণ সংযুক্ত করে গত ৬ জানুয়ারি মামলা দায়ের করেন। মামলাটি বোয়ালখালী থানায় মামলা নম্বর ৩/২০২৬ হিসেবে রুজু হয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, অভিযুক্ত টাকলা শহীদ ও ব্যাট্টা নারু নামে পরিচিত জলদস্যুরা এর আগেও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।

ভুক্তভোগীর দাবি, গত বছরের ২৫ এপ্রিল তারা অস্ত্র ও গোলাবারুদসহ বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আটক হয়।

পরে ৭ সেপ্টেম্বর জলদস্যুদের একটি গোপন আস্তানা থেকে দুটি ভারী মারাত্মক অস্ত্র ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসব ঘটনায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশিত হয়।
এছাড়া আজিজুল হক ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ বালি উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে বলেও অভিযোগ করেন তিনি। একজন সচেতন নাগরিক হিসেবে আইনি অধিকার থেকে বঞ্চিত হয়ে নির্যাতিত অবস্থায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি তুলে ধরতে বাধ্য হয়েছেন বলে জানান ভুক্তভোগী।

তিনি ওই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৭ পূর্বাহ্ণ
  • ১২:১০ অপরাহ্ণ
  • ১৫:৫৩ অপরাহ্ণ
  • ১৭:৩৩ অপরাহ্ণ
  • ১৮:৫১ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102