
টেকনাফে গুলিবিদ্ধ স্কুলছাত্রী চমেক হাসপাতালের আইসিইউতে
টেকনাফে গুলিবিদ্ধ স্কুলছাত্রী চমেক হাসপাতালের আইসিইউতে.
চট্টগ্রাম: কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ এক তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে আহত শিশুটিকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে আইসিইউতে (নিচতলা) ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, আহত স্কুলছাত্রীর নাম হুজাইফা আফনান (৯)।
সে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যাং ইউনিয়নের লম্বাবিল এলাকার বাসিন্দা। তার পিতা জসিম উদ্দিন। সীমান্তবর্তী হোয়াইক্যাং তেচ্ছাব্রীজ এলাকায় মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর ছোড়া গুলিতে সে আহত হয় বলে আনয়নকারীরা জানিয়েছেন।
আহত শিশুটিকে চমেক হাসপাতালে আনেন তার চাচা শওকত আলী।
তিনি জানান, গুলিবিদ্ধ হওয়ার পর দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে আনা হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় এক শিশু রোগীকে হাসপাতালে আনা হয়েছে। তাকে আইসিইউতে ভর্তি রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি।