
চট্টগ্রাম থেকে দুটি ম্যাজিস্ট্রেট আদালত সাতকানিয়া সদরে স্থানান্তর করে গেজেট প্রকাশ
চট্টগ্রামের সাতকানিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও লোহাগাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম জেলা সদর থেকে সাতকানিয়া উপজেলা সদরে স্থানান্তর করে গেজেট প্রকাশ করা হয়েছে। গত বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা–৪ এর সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আশেকুর রহমানের স্বাক্ষরে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনের গেজেট প্রকাশ করা হয়। খবর বাসসের।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এস. আর. ও. নং ০৬–আইন/২০২৬। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮ (Act No. V of 1898) এর section ২ এর sub-section (২অ) এ প্রদত্ত ক্ষমতাবলে, সরকার, সাতকানিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও লোহাগাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম জেলা সদর হইতে সাতকানিয়া উপজেলা সদরে স্থানান্তর করিল। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হইবে।