
নাফ নদীতে মাছ ধরতে গিয়ে গুলিবিদ্ধ টেকনাফের জেলে
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে মাছ ধরার সময় এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীর রয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে নাফ নদী সংলগ্ন হোয়াইক্যং অংশে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হলেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী গ্রামের ছৈয়দ বলির ছেলে মোহাম্মদ আলমগীর।
আহত জেলের বড় ভাই সরওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার মাগরিবের পর মো. আলমগীর ও আরেক জেলে মো. আকবর নাফ নদীর হোয়াইক্যং ইউনিয়নের বিলাইরছিয়া দ্বীপ সংলগ্ন এলাকায় নৌকায় অবস্থান করে মাছ ধরছিলেন।
এ সময় হঠাৎ কয়েক রাউন্ড গুলির ফায়ারের বিকট শব্দ শোনা যায়। একপর্যায়ে আলমগীর নৌকার ভেতরে লুটিয়ে পড়েন।
পরে দেখা যায়, তার বাম হাত দিয়ে গুলি ঢুকে বের হয়ে গেছে এবং হাত থেকে রক্ত ঝরছিল। সঙ্গে থাকা জেলের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করা হয়।
আহত অবস্থায় আলমগীরকে প্রথমে উখিয়ার কুতুপালং এমএমএস হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, নাফ নদীতে মো. আলমগীর নামে এক জেলের হাতে গুলি লাগার খবর তিনি শুনেছেন। তিনি আরও জানান, মিয়ানমারের রাখাইন সীমান্ত এলাকায় মাঝেমধ্যে গোলাগুলির শব্দ শোনা যায়।
বৃহস্পতিবার রাতেও কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে।