
ইপিজেডে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার,
ছিনতাইকৃত এক লাখ টাকা উদ্ধার
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) রাতে ইপিজেড থানাধীন মাদ্রাজী শাহ রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে ইপিজেড থানা পুলিশ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
গ্রেপ্তাররা হলেন – মোঃ কফিল উদ্দিন (৩২) এবং নুর উদ্দিন প্রকাশ সেকুল (৩৩)। এসময় তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল ও ছোরা এছাড়াও ছিনতাইয়ের ১লাখ টাকা উদ্ধার করা হয়।
এর আগে গত ৮ জানুয়ারি নগরীর গোবিন্দগঞ্জ কালিতোলা শ্রমজীবী সমবায় সমিতির ম্যানেজার কফিরুল ইসলাম এটিএম বুথ থেকে উত্তোলনকৃত ৩ লাখ টাকা ছিনিয়ে নেন তারা।
পুলিশ জানায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।