
কোতোয়ালীর পুলিশের বিশেষ অভিযানে ডজনখানেক মামলার দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ডজনখানেক মামলার দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতরাত ৭ জানুয়ারি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল্লাহ আল নোমান সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে মো. বায়েজীদ (২৭) ও মোহাম্মদ আরিফ (২৪) নামে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার বায়েজীদের বাড়ি কোতোয়ালী থানার বক্সিরহাট এলাকার বদরশাহ (রহ.) মাজার সংলগ্ন এলাকায় এবং আরিফের বাড়ি আন্দরকিল্লা বদরপুকুর পাড় এলাকায়।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনই চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী ও ছিনতাইকারী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে অস্ত্র, মাদক, বিস্ফোরক দ্রব্য ও ডাকাতির প্রস্তুতিসহ একাধিক গুরুতর মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মো. বায়েজীদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাসহ ও হত্যাচেষ্টা সংক্রান্ত একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। অপরদিকে মোহাম্মদ আরিফের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক দ্রব্য আইন, অস্ত্র আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার দুই আসামিকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি মো. আফতাব উদ্দিন।