রাঙামাটিতে গ্যাস সংকট, দোকানে সিলিন্ডার নেই
গত শনিবার থেকে পার্বত্য জেলা রাঙামাটিতে জ্বালানি গ্যাসের সংকট দেখা দিয়েছে। বাজারে গ্যাস সিলিন্ডার না থাকায় ক্রেতারা গ্যাস কিনতে এসে ফিরে যাচ্ছেন। গতকাল মঙ্গলবার জেলা শহরের বিভিন্ন দোকানে ঘুরে দেখা যায়, দোকানগুলো খোলা থাকলেও কোথাও গ্যাসভর্তি সিলিন্ডার নেই, সবই খালি।
ক্রেতা রনেল চাকমা জানান, টেলিভিশনের খবরে গ্যাস সংকটের কথা শুনে অগ্রিম একটি সিলিন্ডার কিনতে এসে দোকানে গ্যাস পাননি। সুনজুক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক সুশীল বিকাশ চাকমা বলেন, গ্যাসের মজুত শেষের পথে। নতুন গ্যাস না এলে এক–দুই দিনের মধ্যে হোটেল বন্ধ রাখতে হতে পারে।
হ্যাপির মোড় বনরূপা এলাকার মেসার্স খাজা ট্রেডার্সের কর্মচারী মো. সোহেল জানান, প্রায় চার দিন ধরে গ্যাসবাহী গাড়ি আসছে না। সরবরাহ বন্ধ থাকায় দোকানে কোনো গ্যাস সিলিন্ডার নেই। ডিলারকে ফোন করা হলেও সাড়া মিলছে না। এ বিষয়ে জানতে রাঙামাটির গ্যাস ডিলার মেসার্স জসিম এন্টারপ্রাইজের জসিম উদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও যোগাযোগ করা যায়নি। তবে জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এস এম মান্না বলেন, গ্যাস সংকটের বিষয়টি নজরে এসেছে এবং বুধবার (আজ) থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।