শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন

কক্সবাজার রামুতে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত

মনছুরুল ইসলাম চৌধুরী
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

কক্সবাজার রামুতে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত

কক্সবাজারের রামুতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ফরিদ নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন।

বুধবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান সিএনজি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদ জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইলিশিয়াপাড়া এলাকার মৃত মোঃ কালুর পুত্র। তিনি এলাকায় আর্মি ফরিদ নামে পরিচিত। তিনি তিন বছর আগে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।

স্থানীয়রা জানান, একটি অজ্ঞাত যানবাহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ফরিদ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক একটি অনুষ্ঠানের জন্য অর্থের প্রয়োজন হওয়ায় তিনি রামু স্টেশন থেকে এটিএম বুথে টাকা উত্তোলন করে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

এ ব্যাপারে রামু হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন বলেন, ‘খবর পেয়ে রামু হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায় এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি হেফাজতে নেয়। তবে দুর্ঘটনায় জড়িত যানবাহনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।’

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৫:৪৯ অপরাহ্ণ
  • ১৭:২৯ অপরাহ্ণ
  • ১৮:৪৮ অপরাহ্ণ
  • ৬:৪২ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102