সিএমপির উদ্যোগে এক বিদায় সংবর্ধনা
সিএমপি'তে অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির এর পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর উদ্যোগে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম মহোদয়।
অনুষ্ঠানে দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনকারী বিদায়ী অতিথি অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবির কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় সিএমপি কমিশনার বলেন, বিদায়ী কর্মকর্তার কর্মজীবন সিএমপি’র জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর অবদান সিএমপির কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি আরও বলেন, বিদায় মানেই শেষ নয়; বরং এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। বিদায়ী অতিথির ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভলপমেন্ট) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নোতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।