শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

উখিয়া-টেকনাফ আসনের বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

মনছুরুল ইসলাম চৌধুরী
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

উখিয়া-টেকনাফ আসনের বিএনপির মনোনিত প্রার্থী শাহজাহান চৌধুরীকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে উখিয়া-টেকনাফ আসনের বিএনপির মনোনিত প্রার্থী শাহজাহান চৌধুরীকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

সাথে পাঠানো চিঠিতে তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে এই হুমকি দেয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ‘নির্বাচন থেকে সরে না দাঁড়ালে আপনার পরিণতি ওসমান বিন হাদির মতো হবে।’

এই বিষয়ে শাহজাহান চৌধুরী জানিয়েছেন, রোববার (৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে ডাক বিভাগের পিয়ন একটি শাহজাহান চৌধুরীর বাড়িতে দিয়ে যান। চিঠিতে খুলে দেখতে পান, সেখানে তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে এবং না দাঁড়ালে হত্যা করা হবে। চিঠির সাথে একটি ছোট কাপড়ের টুকরো সংযুক্ত করা রয়েছে।

পাঁচ লাইনের এই চিঠিতে প্রথমে সালাম দেয়া হয়েছে। এরপর এক স্থানে লেখা হয়েছে, ‘আপনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। না দাঁড়ালে আপনার পরিণতি ওসমান বিন হাদির মতো হবে। আপনি আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে রয়েছেন।….’

এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েন শাহজাহান চৌধুরী তার পরিবারের সদস্যরা। তিনি তাৎক্ষণিক উখিয়া থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়রি করেছেন।

এই নিয়ে ভয় ও আতঙ্কের কথা জানিয়েছে শাহজাহান চৌধুরী বলেন, ‘চিঠির বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক, কুরুচিপূর্ণ এবং পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে। এতে আমি ও আমার পরিবারের সদস্যরা মারাত্মকভাবে আতঙ্কিত ও নিরাপত্তহীনতা ভুগতেছি। এই হুমকি আমার জন্য নির্বাচনী মাঠে হুমকি ও ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনকে আহ্বান জানাই।’

এই ঘটনায় উখিয়া-টেকনাফে তোলপাড় চলছে। অনেকে আতঙ্কিত হয়ে পড়েছে। এতে নির্বাচনের স্বাভাবিক নিশ্চিত নিয়ে সন্দিহান প্রকাশ করছে সাধারণ লোকজন।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, ‘বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হুমকির ঘটনায় সাধারণ ডায়রি থানায় নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে পুলিশ তদন্তের নেমেছে। এছাড়া উর্ধ্বতন মহলকে জানানো হয়েছে।’

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৭ পূর্বাহ্ণ
  • ১২:১০ অপরাহ্ণ
  • ১৫:৫৩ অপরাহ্ণ
  • ১৭:৩৩ অপরাহ্ণ
  • ১৮:৫১ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102