শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, বাকলিয়ায় অভিযোগে দুজন আটক

রাজীব দাশ
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, বাকলিয়ায় অভিযোগে দুজন আটক

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশ সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার এসআই (নিঃ) মনজুরুল আলম ভূঞাঁ, এসআই (নিঃ) শফিউল আলম ও এসআই (নিঃ) একে এম জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে বাদী মো. সেলিমের দায়ের করা এজাহারের প্রেক্ষিতে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. জোবায়ের (২৮) ও নয়ন শীল (২৯)। মো. জোবায়েরের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এবং নয়ন শীলের বাড়ি ফটিকছড়ি উপজেলায়।

তবে তারা বর্তমানে বাকলিয়া থানাধীন এলাকায় ভাড়াবাসায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় বাকলিয়া থানায় মামলা নং-০৪ (তারিখ: ০৩ জানুয়ারি ২০২৬) দায়ের করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৪৪৭/৪৪৮/৪২৭/৩৮৫/৩৪ ধারায় রুজু করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৫:৪৯ অপরাহ্ণ
  • ১৭:২৯ অপরাহ্ণ
  • ১৮:৪৮ অপরাহ্ণ
  • ৬:৪২ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102