শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

কক্সবাজার-৪ আসনে চার প্রার্থীর মনোনয়ন বৈধ, একজনের স্থগিত

এম কে আলম চৌধুরী
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

কক্সবাজার-৪ আসনে চার প্রার্থীর মনোনয়ন বৈধ, একজনের স্থগিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

যাচাই-বাছাই শেষে কক্সবাজার-৪ আসনে মনোনয়ন জমা দেওয়া মোট পাঁচজন প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন—বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুর আহমেদ আনোয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী নুরুল হক, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) মনোনীত প্রার্থী সাইফুদ্দিন খালেদ।

অন্যদিকে, দাখিল করা মনোনয়নপত্রে অসংগতি থাকায় লেবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী আব্দুল্লাহ আল আরাফাতের মনোনয়ন স্থগিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তবে বাতিল হওয়া প্রার্থী নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনি প্রচারণা শুরু হবে আগামী ২২ জানুয়ারি এবং প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬।

উল্লেখ্য, উখিয়া ও টেকনাফ উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও আলোচিত একটি সংসদীয় আসন হিসেবে পরিচিত।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৭ পূর্বাহ্ণ
  • ১২:১০ অপরাহ্ণ
  • ১৫:৫৩ অপরাহ্ণ
  • ১৭:৩৩ অপরাহ্ণ
  • ১৮:৫১ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102