শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

চট্টগ্রামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মকর্তা ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজীব দাশ
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মকর্তা ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চট্টগ্রাম আঞ্চলিক দপ্তরের উপপরিচালক (হিসাব ও অর্থ) মো. ফজলে এলাহি ও তার স্ত্রী ফেরদৌসী বেগমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। গতকাল দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–২ এর উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল হাসান বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এ মামলাটি দায়ের করেন।

মামলার এজহারে বলা হয়, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২০ লাখ ৭৯ হাজার ৭০ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখে অপরাধ করেছেন ফেরদৌসী বেগম। যা দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। অন্যদিকে, ফজলে এলাহি সরকারি চাকরিতে কর্মরত থাকা অবস্থায় অসৎ উদ্দেশ্যে অর্জিত অর্থ দিয়ে স্ত্রী ফেরদৌসীর নামে সম্পদ অর্জন ও ভোগদখলে রাখতে সহযোগিতা করে দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছেন। দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এর উপপরিচালক সুবেল আহমেদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪ পূর্বাহ্ণ
  • ১২:০৬ অপরাহ্ণ
  • ১৫:৪৬ অপরাহ্ণ
  • ১৭:২৭ অপরাহ্ণ
  • ১৮:৪৫ অপরাহ্ণ
  • ৬:৪১ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102