শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

গভীর রাতে শীতবস্ত্র বিতরণ, চট্টগ্রামের ডিসি :জাহিদুল ইসলাম মিঞা

মাসুদ পারভেজ
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

গভীর রাতে শীতবস্ত্র বিতরণ,চট্টগ্রামের ডিসি :জাহিদুল ইসলাম মিঞা

গভীর রাতে শীতার্তদের খোঁজ নিলেন চট্টগ্রামের ডিসি
প্রচণ্ড শীতের রাতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে মহানগরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত, দরিদ্র, প্রতিবন্ধী ও বসতবাড়িহীন ভাসমান মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।

জেলা প্রশাসনের উদ্যোগে রাত ১১টা থেকে ১টা পর্যন্ত এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ডিসি হিল, কাজির দেউরি, সিআরবি, রেলস্টেশন এলাকা, শিল্পকলা একাডেমি-সংলগ্ন এলাকা এবং মেহেদীবাগ এলাকায় অবস্থানরত শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক। এক রাতেই মোট ৫০০টি কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার (ডিডিএলজি), অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা সার্বিক কার্যক্রম তদারকি করেন।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে জেলা প্রশাসনের এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪ পূর্বাহ্ণ
  • ১২:০৬ অপরাহ্ণ
  • ১৫:৪৬ অপরাহ্ণ
  • ১৭:২৭ অপরাহ্ণ
  • ১৮:৪৫ অপরাহ্ণ
  • ৬:৪১ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102