শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

পটিয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু

মোঃ ইসমাইল
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

পটিয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার আমজুরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।

রবিবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে হানিফ পরিবহনের একটি বাস এবং একটি পণ্যবাহী ট্রাকের মধ্যে এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ট্রাক চালকের নাম মো: সালাম (৫৫)। তিনি বগুড়া জেলার আকতার মিয়ার পুত্র। এই ঘটনায় আরও চারজন যাত্রী আহত হয়েছেন, যাদের প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া এলাকার জাহেদুল ইসলাম (২৬), জাকির ইসলাম (৩০), সাকিব উল হাসান (১৭) এবং নাসরিন সুলতানা (২৯)।

জানা যায়, রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকামুখী হানিফ পরিবহনের একটি বাস আমজুরহাট এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সাথে এর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ট্রাক চালক দুই গাড়ির মাঝখানে আটকা পড়েন। সংবাদ পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া জানান, দীর্ঘ প্রচেষ্টার পর ট্রাক চালককে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪ পূর্বাহ্ণ
  • ১২:০৬ অপরাহ্ণ
  • ১৫:৪৬ অপরাহ্ণ
  • ১৭:২৭ অপরাহ্ণ
  • ১৮:৪৫ অপরাহ্ণ
  • ৬:৪১ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102