শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :

সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রজন্ম রুখে দাঁড়াবে:শিবির সভাপতি

মোঃ ইসমাইল
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রজন্ম রুখে দাঁড়াবে
ফটিকছড়িতে ছাত্র যুব সমাবেশে কেন্দ্রীয় শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, যারা সন্ত্রাসবাদ করবে, নিজ দলের মনোনয়ন না পেয়ে নিজেদের কর্মীকে হত্যা করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, লুটপাট করে এ প্রজন্ম তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ফটিকছড়িতে গতকাল বৃহস্পতিবার ফটিকছড়ি–ভূজপুর উন্নয়ন ফোরামের আয়োজনে ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ফটিকছড়ি আসনের জামায়াতের প্রার্থী নুরুল আমিন ভাই আজ যে আশ্বাস দিয়েছে তা যদি নির্বাচিত হয়ে বাস্তবায়ন করতে না পারে তাহলে আমরাই তার প্রত্যাশাকে প্রত্যাখ্যান করবো। এজন্য আমরা চাই আগামী দিনে যারা এ রাষ্ট্র পরিচালনা করবে তারা জনগণের নিকট ওয়াদাবদ্ধ থাকুক। প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, নির্বাচিত হলে ফটিকছড়িতে ১৭টি অগ্রাধিকার কাজ করা হবে। এর মধ্যে রয়েছে–ফটিকছড়ি ও ভূজপুরে দুটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ, উত্তর–দক্ষিণে দুইটি ফায়ার স্টেশন স্থাপন, নতুন হাসপাতাল নির্মাণ, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, প্রায় এক হাজার কিলোমিটার সড়ক–সেতু উন্নয়ন, নতুন পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র ও গ্যাস সরবরাহ সমপ্রসারণ। এ ছাড়া ২১টি বাজার আধুনিকায়ন, প্রবাসী সেবা কেন্দ্র, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বৃদ্ধি, শিল্পাঞ্চল স্থাপন, পর্যটন উন্নয়ন, চা–বাগান শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও কৃষিপণ্যের কোল্ড স্টোরেজ নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার মাধ্যমে বহু প্রতীক্ষিত নির্বাচন সামনে এসেছে। দেশের প্রবাসী ভোটারদের শুভেচ্ছা জানাই। ২০০৮ থেকে শুরু হওয়া আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আমরা তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

তিনি বিভিন্ন সময়ের রাজনৈতিক দমন–পীড়নের কথা উল্লেখ করে বলেন, দেশের গণমানুষের পক্ষে কাজ করছে জামায়াতে ইসলামীর তরুণ কর্মীরা। জনগণের ক্ষমতা প্রতিষ্ঠায় পরিবর্তনের পক্ষে ভোট দিতে হবে।

অতিরিক্ত সচিব (অব.) গোলাম হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি তানজির হোসেন জুয়েল, দক্ষিণের সভাপতি মাইনুল ইসলাম মামুন, উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি শওকত হোসেন, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার।

উত্তর জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি এজাহারুল ইসলাম ও উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউসূফ বিন সিরাজের যৌথ সঞ্চালনায় এসময় আরো বক্তব্য দেন, উপজেলা আমির নাজিম উদ্দিন ইমু, ভূজপুর শাখার আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম, সাবেক আমির মাস্টার নাজিম উদ্দিন সিকদার, নায়েবে আমির অ্যাডভোকেট ইমলামইল গণি, অ্যাডভোকেট আলমগীর মুহাম্মদ ইউনূস, আব্দুর রহিম, রেজাউল করিম। উপস্থিত ছিলেন, ফটিকছড়ি উপজেলা ছাত্রশিবির সভাপতি নাঈম উদ্দিন আমিরী, সাইরান কাদের, শ্রমিক নেতা গাজী বেলাল উদ্দিন, যুব নেতা নবীর হোসেন মাসুদ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩৪ অপরাহ্ণ
  • ৬:৩০ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102