
নির্বাচনের তফসিল হলেও সরকারের সব কার্যক্রম বন্ধ হবে না: অর্থ উপদেষ্টা
ড. সালেহউদ্দিন আহমেদ। সংগৃহীত ছবি
ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে এমন কোনো কাজ করা যাবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে সরকারের সব কার্যক্রম বন্ধ হয়ে যাবে -এটি একটি ভুল ধারণা, বলেছেন তিনি।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের শিডিউল ঘোষণার পর সব বন্ধ হয়ে যাবে -এটি হয় না। নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পর্ক ছাড়া সরকার সব ধরনের কার্যক্রম চালাতে পারবে। বাজেট, বেতন, চলমান প্রকল্প বা কন্ট্রাক্ট -এসব বন্ধ হবে না।
তফসিল ঘোষণার পর সাধারণ কাজ, যেমন পোস্টিং বা অ্যালোকেশন, নতুন কোনো এলাকায় করা যাবে না। কিন্তু এর বাইরে ব্যাংকিং বা অন্যান্য আইন প্রণয়ন, চলমান প্রকল্প এবং সরকারি কার্যক্রম প্রভাবিত হবে না বলেও জানান তিনি।
অধ্যাদেশের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ মুহূর্তে নতুন কোনো অধ্যাদেশের প্রয়োজন নেই। ব্যাংক রেজুলেশন অ্যাক্ট, এনবিএফআই ও এনবিআরের সব কার্যক্রম শেষ হয়েছে। বাকি কিছু ম্যানপাওয়ার নিয়ন্ত্রণ কার্যক্রমের নির্বাচন-সংক্রান্ত কোনো সম্পর্ক নেই।