রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন

টেকনাফে পুলিশ হেফাজতে বর্তমান ইউপি সদস্যের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

মনছুরুল ইসলাম চৌধুরী
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

টেকনাফে পুলিশ হেফাজতে বর্তমান ইউপি সদস্যের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য রেজাউল করিম মেম্বার (৩৬) পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গ্রেপ্তার রেজাউল করিম প্রকাশ রেজা হ্নীলা দরগাহপাড়া মৃত আবুল কাশেমের পুত্র।

রবিবার (৭ ডিসেম্বর) ভোরে কক্সবাজার সদর হাসপাতালে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে প্রশাসন।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী বিষয়টি নিশ্চিত করে জানান, রেজাউল করিম টেকনাফের আলোচিত সাবেক ইউপি সদস্য ইউনুস হত্যা মামলার ৫ নম্বর আসামি ছিলেন। গত ৩ ডিসেম্বর রাতে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকাকালে র‌্যাব তাকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তার শারীরিক অসুস্থতা বেড়ে গেলে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আজ রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক জানান, গত ৪ নভেম্বর স্থানীয় মো. আলমের দক্ষিণ ফুলের ডেইল বাড়িতে ভিকটিম মো. ইউনূস মেম্বারসহ আরো ১০ থেকে ১১ জন দাওয়াত খেতে যায়। দাওয়াত খাওয়া অবস্থায় একপর্যায়ে পূর্ব বিরোধিতার জের ধরে উপস্থিত সদস্যরা ইউনূস সিকদারেকে আটকে রেখে তার পরিবারের সাথে যোগাযোগ করে ৬০-৭০ লাখ টাকা দাবি করে। ৫ নভেম্বর সকালে ভিকটিমকে খোঁজাখুঁজির একপর্যায়ে রঙ্গীখালী এলাকায় কক্সবাজার-টেকনাফ সড়কের ব্রিজের নিচে তার মৃতদেহ খুঁজে পায়। পরে ৬ নভেম্বর ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ৮ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে টেকনাফ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় রেজাউল করিমকেও আসামি করা হয়।

তিনি আরও জানান, ৩ ডিসেম্বর রাতে র‌্যাবের একটি দল কক্সবাজারের ইউনিয়ন হাসপাতালে অভিযান চালিয়ে ইউনূস মেম্বার হত্যার এজাহার নামীয় ৫ নম্বর অভিযুক্ত রেজাউল করিম প্রকাশ রেজাকে হাসপাতালের বেড থেকে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৫:৩৫ অপরাহ্ণ
  • ১৭:১৪ অপরাহ্ণ
  • ১৮:৩৩ অপরাহ্ণ
  • ৬:২৭ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102