
২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের ধর্মঘর বিওপির টহল দল কর্তৃক বিশেষ অভিযানে ৫ লক্ষ ৪ হাজার নগদ বাংলাদেশী হুন্ডির টাকা উদ্ধার..
জেলা হবিগঞ্জে মাধবপুর থানা এলাকা ৩০শে আগষ্ট ২০২৫ইং তারিখে আনুমানিক বিকাল ৩:৩০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর আওতাধীন ধর্মঘর বিওপির বিশেষ টহলদল তথ্য উপাত্তের ভিত্তিতে বিজিবি কায়দা কানুন ব্যবহার করে দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-১৯৯৪/১-এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মোহনপুর নামক স্থানে ফাঁদ পেতে বসে থাকে।
উক্ত স্থানে ফাঁদ পেতে থাকাকালীন সময়ে ভারতের দিক থেকে অবৈধ ভাবে একজন লোক বাংলাদেশের দিকে আসতে দেখে টহল দল তাকে ধাওয়া করলে দুইটি ছোট কার্টুন ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ধর্মঘর বিওপির টহল দল কর্তৃক উক্ত স্থান হইতে মালিকবিহীন অবস্থায় বাংলাদেশী হুন্ডির নগদ ৫,০৪,০০০/- (পাঁচ লক্ষ চার হাজার) টাকা উদ্ধার করা হয়। আটককৃত নগদ হুন্ডির টাকা মাধবপুর থানায় মামলা দায়ের করে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ,সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি (অধিনায়ক) ডেইলি ফ্রন্টিয়ার. নিউজ মিডিয়া প্রতিনিধি কে বলেন,হবিগঞ্জ জেলার মাধবপুর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া উপজেলার সীমান্ত দিয়ে যাহাতে কোন প্রকার হুন্ডি পাচার সংঘটিত হতে না পারে, সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর। সীমান্তে আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা দায়িত্ব পালনে সচেষ্ট আছি।