
রেলওয়ের এক গেইটম্যানকে প্রাণনাশের হুমকি
বোয়ালখালী থানায় জিডি
রেলওয়ের এক গেইটম্যানকে প্রাণনাশের হুমকি
বোয়ালখালী থানায় জিডি ..
চট্টগ্রাম: বোয়ালখালী পৌর সদরের যানজট নিরসনে উচ্ছেদ অভিযানের পর মো. মোবারক করিম (৩৯) নামের রেলওয়ের এক গেইটম্যানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে জীবনের নিরাপত্তা চেয়ে বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
মো. মোবারক করিম বোয়ালখালী পৌর সদরের বুড়িপুকুর পাড় রেলগেইটের দায়িত্বে রয়েছেন।
তিনি জিডিতে জানিয়েছেন, রোববার দুপুরে যানজট নিরসনে পৌর কর্তৃপক্ষ অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত একটি মাংসের উচ্ছেদ করেন।
এরপর বিকেল ৫টার দিকে উচ্ছেদ হওয়া মাংসের দোকানদার মো. মোরশেদ আলম তাকে গালি দিয়ে ১ মাসের মধ্যে হত্যার হুমকি দিয়েছেন।
অভিযুক্ত মো. মোরশেদ আলম পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের মুজাহিদ চৌধুরী পাড়ার মৃত নুরুল আলম মেম্বারের ছেলে।
এর আগে বুধবার (৭ জানুয়ারি) পৌর সদরের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক। ওইদিন অভিযানে আরও উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।
এ অভিযানের পর নতুন করে যাতে ফুটপাত ও সড়কে অবৈধভাবে মালামাল রেখে জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে এবং যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধে পৌর প্রশাসন বিষয়টি মনিটরিং করছেন।
এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা মনিটরিংয়ে গেলে দেখতে পান মোরশেদ নামের এক মাংস ব্যবসায়ী বুড়িপুকুর পাড়ের রেলবিট এলাকায় অবৈধভাবে আবারও দোকান বসিয়েছেন। পুনরায় তা উচ্ছেদ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, জনস্বার্থে ও যানজট নিরসনে অভিযান অব্যাহত রয়েছে।
ফুটপাত, সড়কে মালামাল রেখে এবং যত্রতত্র গাড়ি পার্কিংয়ের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।