শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

গুলির ঘটনায় সেই এনসিপি নেতার বান্ধবী আটক

নাসির উদ্দীন গাজী- খুলনা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

গুলির ঘটনায় সেই এনসিপি নেতার বান্ধবী আটক

গুলির ঘটনায় সেই এনসিপি নেতার বান্ধবী আটক
জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মো. মোতালেব শিকদারকে গুলির ঘটনায় পুলিশ তনিমা তন্বি নামে এক তরুণীকে আটক করেছে। সোমবার দুপুরে এই তরুণীর ভাড়া বাসায় মোতালেব গুলিবিদ্ধ হয়েছিল বলে নিশ্চিত হয় পুলিশ।

ডিবির ওসি তৈমুর ইসলাম রাত সোয়া ১০ টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত তথ্য পরে জানাবেন বলে জানান।

এর আগে রাত সাড়ে ৮ টার দিকে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন গুলিবিদ্ধ মোতালেবের স্ত্রী ফাহিমা তাসলিম ঝুমুর। তিনি বলেন, তার স্বামীকে কারা কেন গুলি করেছে তা তন্বী ও তার স্বামী মিরাজকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে।

ঝুমুর অভিযোগ করেন, তার স্বামী রোববার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীকে দেখতে যান। এরপর তিনি আর বাসায় ফিরে আসেননি। সোমবার সকালে তারা জানতে পারেন, তাকে গুলি করা হয়েছে।

ভুক্তভোগীর স্ত্রী বলেন, তার স্বামীকে কে বা কারা গুলি করেছে—তা এখনো রহস্যজনক। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের চিহ্নিত করতে তিনি পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানান।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪ পূর্বাহ্ণ
  • ১২:০৬ অপরাহ্ণ
  • ১৫:৪৬ অপরাহ্ণ
  • ১৭:২৭ অপরাহ্ণ
  • ১৮:৪৫ অপরাহ্ণ
  • ৬:৪১ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102