রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন

শারদীয় ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা

গাজী মাজহারুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

শারদীয় ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা চারদিনের সরকারি ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল্যে ফিরতে চলেছে রাজধানী ঢাকা। আগামীকাল রোববার (৫ অক্টোবর) থেকে খুলছে দেশের সব সরকারি অফিস-আদালত।

তাই যার যার কর্মস্থলে ফিরছেন কর্মজীবীরা।
শনিবার (৪ অক্টোবর) সকাল থেকেই পরিবার-পরিজনের সঙ্গে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ভিড় দেখা গেছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা প্রায় সব ট্রেনই যাত্রী ছিলে পরিপূর্ণ। কিছু ট্রেন ঘণ্টাখানেক দেরিতে পৌঁছালেও বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়েই এসেছে কমলাপুরে।

কিশোরগঞ্জ থেকে ঢাকায় ফেরা যাত্রী মশিউর রহমান বলেন, গ্রামে গেলে যানজটের রাজধানীতে ফিরতে ইচ্ছে করে না। কিন্তু পেটের দায়ে আসতে হয়।

তবে ট্রেনের জার্নিটা ছিলে স্বস্তিদায়ক। সঠিক সময়ে ঢাকা পৌঁছেছি। ছিল না কোনো গাদাগাদি।
জামালপুর এক্সপ্রেসের যাত্রী মো. সোহেল রানা বলেন, জামালপুর ময়মনসিংহের ট্রেনে অসময়েও ভিড় থাকে। ভিড় ও গরমে শরীর সেদ্ধ হয়ে গেছে । পরিবার নিয়ে আসতে ভোগান্তি পোহাতে হলো। ট্রেনটি সঠিক সময়ে পৌঁছাতে পারায় কিছুটা ভালো লেগেছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বড় কোনো ছুটি এলেই ঢাকামুখী ট্রেনে যাত্রীর চাপ বাড়ে তাই যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে কমলাপুরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

রেলস্টেশন ঘুরে দেখা যায়, টিকিট কাউন্টার, প্ল্যাটফর্ম থেকে শুরু করে ট্রেনের গন্তব্য পর্যন্ত রয়েছে নিরাপত্তা বাহিনী। যাত্রীসেবায় রেলওয়ে পুলিশের পাশাপাশি আনসার এবং রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিক তৎপর রয়েছে।

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, আজ সরকারি ছুটির শেষ দিন। তাই আজ ট্রেনে যাত্রীর চাপ বেশি না হলেও ৭ ও ৮ তারিখে চাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ৮ তারিখে সব স্কুল-কলেজ খোলা হবে । সকাল থেকেই সময়ানুযায়ী ট্রেন আসছে ও যাচ্ছে। যাত্রীদের ভোগান্তি যাতে না হয়, সবসময় আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যহত রয়েছে।

রেল কর্মকর্তারা আরও জানান, যাত্রীদের ভ্রমণকে স্বস্তিদায়ক করতে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৫:৩৫ অপরাহ্ণ
  • ১৭:১৪ অপরাহ্ণ
  • ১৮:৩৩ অপরাহ্ণ
  • ৬:২৭ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102