আমান উল্লাহ দৌলত
চান্দগাঁও থানার বিশেষ অভিযানে সিএমপি অধ্যাদেশ ৭ জন আসামী গ্রেফতার
অফিসার ইনচার্জ চান্দগাঁও থানার নেতৃত্বে এসআই/হৃদয় মাহমুদ লিটন, এসআই/মোঃ ফয়সাল আলম, এসআই/মোঃ খোকন মিয়া সঙ্গীয় ফোর্স সহ ইং ২৩/০৬/২০২৫ তারিখ রাত ০০:২০ ঘটিকার সময় চান্দঁগাও থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ৭ আসামীকে গ্রেফতার করা হয়,। আসামিরা হলেন : ১। মোঃ নুরুল ইসলাম (২৭), পিতা-আবুল কালাম, মাতা-নুর বেগম, সাং-দোহাজারী, মৌলভীর দোকান, মাষ্টার হাট, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-মোহরা, ৮নং রেলগেইট, সাবুর কলোনী, থানা-চান্দগাও, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ শান্ত মিয়া (১৯), পিতা-সামসুল আলম, মাতা-বেবি আক্তার, সাং-বাহির সিগন্যাল, আলআমিন বাড়ীয়া, আব্দুল লতিফ কলোনী, থানা-চান্দগাও, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ রুবেল মিয়া (৩২), পিতা-মৃত শাহ আলম, মাতা-মৃত দেলোয়ারা বেগম, সাং-মুজুরী পাড়া, হাশিম মেম্বারের বাড়ী, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম, বর্তমান-দক্ষিণ মোহরা, ওসমানিয়া পুলের গোড়া, মঞ্জুর কলোনী, থানা-চান্দগাও, জেলা-চট্টগ্রাম, ৪। মোঃ সাকিবুল ইসলাম (২৮), পিতা- বশির আহাম্মেদ, মাতা-আমেনা বেগম, সাং-চর খাঘড়িয়া, বচন মেম্বারের বাড়ী, ৩নং ওয়ার্ড, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-সিএন্ডবি, ওসমানিয়া গ্লাস ফ্যাক্টরী সংলগ্ন, কাশেম কলোনী, থানা-চান্দগাও, জেলা-চট্টগ্রাম, ৫। মোঃ আকতার (২৬), পিতা- মৃত আইয়ুব আলী, মাতা-মৃত হালিমা, সাং-চতলা বাজার, আইয়ুব এর বাড়ী, থানা-লালমোহন, জেলা-ভোলা, বর্তমানে-রাসেল জমিদারের কলোনী, ২নং রুম, ভরা পুকুর পাড়, সাধু পাড়া, থানা-চান্দগাও, জেলা-চট্টগ্রাম, ৬। মোঃ রাশেদ (২৬), পিতা-শ্যামা চরন দাশ, মাতা-লক্ষী রানী দাশ, সাং-চিরিঙ্গা হিন্দুপাড়া, ২নং ওয়ার্ড, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, বর্তমানে-বহদ্দারহাট, বাস টার্মিনাল, থানা-চান্দগাও, জেলা-চট্টগ্রাম, ৭। মোঃ আলী আজগর (৩৯), পিতা-আলী মদন, মাতা-মৃত আমিরা খাতুন, সাং চরনদ্বীপ, নুরসবা সওদাগর বাড়ী, থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-রাহাত্তারপুল, খাল পাড়, চেরাগী কলোনী, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রামদেরকে মহানগর অধ্যাদেশ আইনের ১০৩ ধারায় গ্রেফতার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৮৮ (ডি) ধারায় চান্দগাঁও থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান ,।