রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ পরিবারের সম্মান প্রতিষ্ঠায় সংগ্রাম করছি : নাহিদ ইসলাম শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল যে কোনো মূল্যে আয়-ব্যয়ের দায়িত্ব ছাড়তে নারাজ পরিচালক দম্পতিসহ ৩ সন্তান না ফেরার দেশে, পুড়ে ছারখার স্বপ্নভরা সংসার ইপিজেড থানায় জামায়াতের উঠান বৈঠকে, নির্বাচনী প্রস্তুতি, চট্টগ্রামে স্টেডিয়ামে প্রতীকী ম্যারাথনে দৌড়ালেন ৬৫০ প্রতিযোগী  মতিঝিলে ডাকাতির প্রস্তুতি, আটক ৫ জুলাই পুনর্জাগরণে আজ চট্টগ্রামে ‘সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো’ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে সাব রেজিস্ট্রি অফিসে অনিয়মই যেখানে নিয়ম মব ভায়োলেন্স কোনভাবেই গ্রহণযোগ্য নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা জলবায়ু হুমকি, প্রযুক্তি স্থানান্তর ও মানবসম্পদ রপ্তানিতে টরন্টো-চট্টগ্রাম কৌশলগত সংলাপ: মেয়র ডা. শাহাদাত

চতুর্থবারের মতো ‘সেরা ওসি’ নির্বাচিত চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

 

মাসুদ পারভেজ

 

চতুর্থবারের মতো ‘সেরা ওসি’ নির্বাচিত চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন ক্রমেই জটিল হয়ে উঠছে, ঠিক তখনই এক অফিসার তার দক্ষতা, সততা ও নির্ভীক নেতৃত্ব দিয়ে প্রমাণ করে চলেছেন যে, একজন ভালো পুলিশ কর্মকর্তাই পারেন পুরো একটি থানা এলাকাকে শান্তির আশ্রয়ে রূপ দিতে। তিনি চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফতাব উদ্দিন—যিনি চতুর্থবারের মতো ‘সেরা ওসি’ নির্বাচিত হয়ে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশ বিভাগে। এই সম্মাননা শুধুমাত্র একটি পুরস্কার নয়, বরং এটি হচ্ছে তার অসীম নিষ্ঠা, পেশাদারিত্ব এবং জনগণের প্রতি অঙ্গীকারবদ্ধ মনোভাবের আনুষ্ঠানিক স্বীকৃতি।

আজ ১৮ জুন, পুলিশ কমিশনার জনাব হাসিব আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর পুলিশের আইনশৃঙ্খলা মূল্যায়ন সভায় তাঁর এই অর্জন ঘোষিত হয়। ওসি আফতাব উদ্দিনের এই অর্জনকে ঘিরে থানার পুলিশ সদস্যদের মধ্যে যেমন আনন্দ-উৎসাহ বিরাজ করে, তেমনি সাধারন জনগণের মাঝেও ফিরে আসে বিশ্বাস ও আস্থার অনুভব। চান্দগাঁও থানা চট্টগ্রাম মহানগরের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ঘনবসতিপূর্ণ একটি থানা এলাকা। প্রতিদিন নানা শ্রেণিপেশার হাজারো মানুষের সঙ্গে যুক্ত থাকে আইনশৃঙ্খলা রক্ষার নানা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় ওসি আফতাব উদ্দিন তার বিচক্ষণতা, সততা ও নেতৃত্বগুণে প্রতিষ্ঠা করেছেন এক ব্যতিক্রমী পুলিশিং পদ্ধতি। তিনি শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন, তিনি এক জনবান্ধব অভিভাবক, যিনি নাগরিকদের সমস্যাকে নিজের দায়িত্বের অংশ মনে করেন।

তার অধীনে চান্দগাঁও থানায় চালু হয়েছে এক নতুন ধরণের সেবামূলক পরিবেশ। তিনি দৃঢ়ভাবে দালালমুক্ত থানা বাস্তবায়নে কাজ করেছেন। ভুক্তভোগীদের সঙ্গে সম্মানজনক আচরণ, তাৎক্ষণিক অভিযোগ গ্রহণ এবং দ্রুত আইনানুগ পদক্ষেপ গ্রহণ—এসব মিলিয়ে চান্দগাঁও থানার ভাবমূর্তি পেয়েছে এক নতুন আঙ্গিক। এমনকি থানায় গিয়েও এখন মানুষ ভীতি নয়, বরং নির্ভরতা অনুভব করে—এটাই তাঁর সাফল্যের সবচেয়ে বড় প্রমাণ। ওসি আফতাব উদ্দিনের কাজের অন্যতম বিশেষ দিক হলো অপরাধ দমনে তার কঠোর অবস্থান। কিশোর গ্যাং দমন, মাদক নির্মূল, চাঁদাবাজি প্রতিরোধ—এসব ক্ষেত্রেই তার অবস্থান স্পষ্ট ও সাহসিকতাপূর্ণ। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত দ্রুত অভিযান, অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং মামলার নিষ্পত্তিতে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। শুধু অপরাধ দমন নয়, সামাজিক সম্প্রীতি রক্ষা, ধর্মীয় ও জাতীয় অনুষ্ঠানগুলোতে সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে তার উপস্থিতি ও নির্দেশনাও প্রশংসিত।

একটি থানাকে একটি কর্মক্ষম ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তর করতে যে মানসিকতা ও নেতৃত্ব প্রয়োজন—তা তিনি দেখিয়েছেন প্রতিটি কার্যক্রমে। গোপন বৈঠক, উসকানিমূলক কর্মকাণ্ড কিংবা নিষিদ্ধ সংগঠনের তৎপরতা নিয়ন্ত্রণে তাঁর কঠোর অবস্থান চান্দগাঁও এলাকাকে তুলনামূলক নিরাপদ করে তুলেছে। তার সাফল্যের নেপথ্যে রয়েছে শুধু তাঁর একক প্রচেষ্টা নয়, বরং পুরো থানার টিমওয়ার্ক। ওসি আফতাব উদ্দিন নিজেও বারবার উল্লেখ করেন, “এই অর্জন শুধু আমার একার নয়, এটি চান্দগাঁও থানার প্রতিটি কর্মকর্তার সম্মিলিত সফলতা।” একজন দায়িত্বশীল নেতার মতো তিনি তাঁর সহকর্মীদের সম্মান দেন, উৎসাহ দেন এবং সম্মিলিতভাবে সফলতা ভাগ করে নিতে জানেন।

আমি দীর্ঘদিন সাংবাদিকতা করছি, বিভিন্ন সময় বিভিন্ন থানার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেছি, কিন্তু ওসি আফতাব উদ্দিনের কাজের ধরণ, জনসংযোগ কৌশল, এবং অপরাধ দমনে দূরদর্শিতা সত্যিই ব্যতিক্রমী। এমন আগেই অনুমান করেছিলাম, এবারও হয়তো তিনিই হবেন ‘সেরা ওসি’। তার কাজের ধারাবাহিকতা, নেতৃত্বগুণ এবং মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতি অন্য থানার অফিসারদের জন্যও হতে পারে অনুসরণীয়। এই চতুর্থ স্বীকৃতি কেবল সংখ্যার দিক থেকে বড় কিছু নয়, এটি একটি বার্তা—সততা, নিষ্ঠা ও সাহসিকতার পথেই সম্ভব জনগণের আস্থা অর্জন করা। পুলিশ বাহিনীর প্রতি সাধারণ মানুষের যে অবিশ্বাস বা দূরত্ব অনেক সময় তৈরি হয়, তা দূর করতে পারে ওসি আফতাব উদ্দিনের মতো নেতারা।

চট্টগ্রাম মহানগর পুলিশের গর্ব, চান্দগাঁও থানার প্রেরণা, এবং পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার এক অনন্য প্রতিভার নাম হচ্ছে মোঃ আফতাব উদ্দিন। তার মতো অফিসার আমাদের সমাজে যত বেশি থাকবেন, ততই আমরা পাবো এক নিরাপদ, মানবিক এবং ন্যায়ের পথে পরিচালিত সমাজ

আমি স্যালুট জানাই এমন একজন সৎ, নির্ভীক এবং মানবিক পুলিশ কর্মকর্তাকে—যিনি শুধু চারবারের ‘সেরা ওসি’ নন, বরং একজন সত্যিকারের ‘জনতার ওসি’।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০০ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৫১ অপরাহ্ণ
  • ২০:১৪ অপরাহ্ণ
  • ৫:২২ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102