স্টাফ রিপোর্টার
চট্টগ্রামে ৯৯ মিলিমিটার বৃষ্টি,রেকর্ড,অস্থায়ী জলাবদ্ধতা
চট্টগ্রাম: ভারী বৃষ্টি ও জোয়ারের কারণে নগরের কাতালগঞ্জ, জিইসিসহ নিচু এলাকা ও সড়কে অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। হাঁটুপানিতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা, পথচারী, যাত্রী, গাড়িচালকরা দুর্ভোগে পড়েছেন।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া জানান, বুধবার (১৮ জুন) রাত ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৯৮ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।
হাঁটুপানিতে আটকে পড়া জিইসির বাসিন্দা জয়নাল আবেদীন জানান, অন্যান্য বছরের তুলনায় জলাবদ্ধতা কম এবার।
তবে ভারী বৃষ্টি ও জোয়ার একসঙ্গে হলে পানি নামতে কিছুটা সময় লাগছে। পাহাড়ি এলাকা হওয়ায় উপরের পানি নিচের দিকে গড়িয়ে আসে।
এ পানির সঙ্গে প্রচুর বালু চলে আসে। যা নালার পানি প্রবাহে বিঘ্ন ঘটায়। নদীতে যদি জোয়ার থাকে তাহলে নালা ও খালের পানি নামতে পারে না সহজে। তাই দুর্ভোগ হলেও এখনো সহনীয় পর্যায়ে আছে।
তিনি জানান, অতীতে একটু বৃষ্টি হলেই প্রবর্তক আগ্রাবাদ, বাদুরতলা, মুরাদপুর, খাতুনগঞ্জ, বহদ্দারহাটে কোমর পানি জমে যেত। সরকারের জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্প, খাল ও নালার ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ, খাল পরিষ্কার ইত্যাদি নানা কারণে কয়েক বছর আগের ভয়াবহ জলাবদ্ধতার দৃশ্য আর দেখা যাচ্ছে না। তবে নিচু এলাকার সড়কের আশপাশের অনেক বাড়িঘরে কিন্তু পানি উঠছে।