মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চান্দগাঁও থানার বিশেষ অভিযানে সিএমপি অধ্যাদেশ মামলায় গ্রেফতার ৭ চট্টগ্রাম শিক্ষাবোর্ডে কমেছে এইচএসসি পরীক্ষার্থী  প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীদের ওপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বান্দরবান নাইক্ষ্যংছড়িতে মাদকসহ রোহিঙ্গা যুবক আটক শাহ আমানত বিমানবন্দরে বিপুল ই-সিগারেটসহ যাত্রী আটক কাপ্তাই সেরিব্রাল ম্যালেরিয়ায় আক্রান্ত ছাত্র সুমনের চিকিৎসায় মানবিক সহায়তা —ব্লাড ব্যাংক চট্টগ্রামে করোনা মোকাবিলায় প্রস্তুত: মেয়র ড. শাহাদাত চান্দগাঁও থানার অভিযানে  ছাত্র আন্দোলনে হামলা মামলায় ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২ রাজধানীর আগারগাঁও এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ নজরুল স্মৃতি সাহিত্য সংসদ অনলাইন কার্পাসডাঙ্গা এর নতুন কমিটি গঠন

জমিয়তুল ফালাহয় ৪০ হাজার মুসল্লির ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা : ডা. শাহাদাত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

চট্টগ্রামে৷জমিয়তুল ফালাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত ৭ টায়

 

মাসুদ পারভেজ

 

জমিয়তুল ফালাহ ময়দানে ৪০ হাজার মুসল্লির ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা : ডা. শাহাদাত

চট্টগ্রামে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাতের জন্য জমিয়তুল ফালাহ ময়দান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (৫জুন) মাঠের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন শেষে তিনি বলেন, আগামী শনিবার ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। প্রায় চল্লিশ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের জন্য ১৪২টি সিলিং ফ্যান, ৭০টি স্ট্যান্ড ফ্যান, ছাউনি, কার্পেটিং, নিরাপত্তায় সিসিটিভি মনিটরিং ও প্রশিক্ষিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

মেয়র জানান, মুসল্লিদের জন্য পর্যাপ্ত পানি সরবরাহের পাশাপাশি অতিরিক্ত গাড়িতে পানির ব্যবস্থাও রাখা হয়েছে। জামাত শেষে যেন মুসল্লিরা নির্বিঘ্নে বের হতে পারেন, সে জন্য প্রবেশ ও বের হওয়ার পথ আরও প্রশস্ত করা হয়েছে।

ঈদ-পরবর্তী পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পর্কে মেয়র বলেন, কোরবানির পরপরই রক্ত ও বর্জ্য দ্রুত পরিষ্কার করতে ব্লিচিং পাউডার বিতরণসহ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের লক্ষ্য ৬-৮ ঘন্টার মধ্যে নগরীর কোরবানির বর্জ্য পরিচ্ছন্ন করে বিকাল ৫টার মধ্যে নগরীকে পরিচ্ছন্ন করা। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর দামপাড়া গেস্ট হাউসের নিচে কন্ট্রোল রুম চালু থাকবে, আমি সেখান থেকে মনিটরিং করব। যেকোনো অভিযোগ বা সহযোগিতার জন্য সেখানে যোগাযোগ করা যাবে।

ডা. শাহাদাত বলেন, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার জন্য ওয়ার্ড সচিব, সুপারভাইজর, আঞ্চলিক কর্মকর্তা, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহকে সম্পৃক্ত করা হয়েছে। চামড়া সংরক্ষণের জন্য অক্সিজেন ও বাইজিদ এলাকার নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়েছে।

মেয়র নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, কোরবানির মাধ্যমে আত্মশুদ্ধির শিক্ষা গ্রহণ করে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

মেয়র বলেন, জমিয়তুল ফালাহতে প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব সৈয়দ আলাউদ্দিন আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদটির পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আহমদুল হক।

তিনি বলেন, সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরের বিভিন্ন প্রান্তে আরো ৯টি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। ঈদের দিন সকাল সাড়ে ৭টায় এসব মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এগুলো হলো- লালদীঘির পাড় চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং সাগরিকা এলাকার মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় স্থানীয় মসজিদ ও ঈদগাহে স্থানীয়রা ঈদের জামাত আয়োজন করবেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৩ অপরাহ্ণ
  • ১৬:৪০ অপরাহ্ণ
  • ১৮:৫২ অপরাহ্ণ
  • ২০:১৮ অপরাহ্ণ
  • ৫:১১ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102