মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চান্দগাঁও থানার বিশেষ অভিযানে সিএমপি অধ্যাদেশ মামলায় গ্রেফতার ৭ চট্টগ্রাম শিক্ষাবোর্ডে কমেছে এইচএসসি পরীক্ষার্থী  প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীদের ওপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বান্দরবান নাইক্ষ্যংছড়িতে মাদকসহ রোহিঙ্গা যুবক আটক শাহ আমানত বিমানবন্দরে বিপুল ই-সিগারেটসহ যাত্রী আটক কাপ্তাই সেরিব্রাল ম্যালেরিয়ায় আক্রান্ত ছাত্র সুমনের চিকিৎসায় মানবিক সহায়তা —ব্লাড ব্যাংক চট্টগ্রামে করোনা মোকাবিলায় প্রস্তুত: মেয়র ড. শাহাদাত চান্দগাঁও থানার অভিযানে  ছাত্র আন্দোলনে হামলা মামলায় ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২ রাজধানীর আগারগাঁও এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ নজরুল স্মৃতি সাহিত্য সংসদ অনলাইন কার্পাসডাঙ্গা এর নতুন কমিটি গঠন

পবিত্র হজ আজ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

 

নিউজ ডেস্ক

 

পবিত্র হজ আজ
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হবে আরাফাতের ময়দান

লাখো কণ্ঠে আরাফাতের ময়দানে আজ ধ্বনিত হবে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুল্‌ক, লা শারিকা লাক।’ অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার। আজ বৃহস্পতিবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন বাংলাদেশসহ সারা বিশ্ব থেকে জড়ো হওয়া লাখো মুসলমান। আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা।

এর আগে বুধবার সেলাইবিহীন সাদা কাপড় (ইহরাম) পরে মিনার উদ্দেশে যাত্রার মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। অন্যান্য দেশের মত বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীরা মিনায় সমবেত হন। এদিন ভোরের নামাজ পড়ে জোহরের ওয়াক্তের আগেই তারা মিনায় পৌঁছান। যাবার পথে তাদের কণ্ঠে ছিল– লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি।

বাংলাদেশের হজ ব্যবস্থাপনা মনিটরিং দলের দলনেতা ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন ও ধর্মসচিব একেএম আফতাব হোসেন প্রামানিকও গতকাল মিনায় ছিলেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। মিনার বিস্তীর্ণ প্রান্তর এখন মুখরিত ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে। হাজীদের পরিধেয় সেলাইবিহীন শুভ্র দু’টুকরো কাপড়। বিত্ত–বৈভব, কামনা–বাসনাকে পরিত্যাগ করে হাজীরা আল্লাহর সান্নিধ্য ও ক্ষমাপ্রত্যাশী। মিনা থেকে হাজীরা আজ বৃহস্পতিবার সকালে সূর্য ওঠার আগে আরাফাতের উদ্দেশে রওয়ানা হবেন এবং জোহরের আগে সমবেত হবেন তারা।

আরাফাতের ময়দানে উপস্থিত থাকাই হজের মূল আনুষ্ঠানিকতা। দুপুর (জোহর) এর থেকে বিকালের (আসর) নামাজ সংক্ষিপ্ত আকারে একই সঙ্গে পড়েন হাজীরা। সেখানে আরাফাতের ময়দানের একপ্রান্তে মসজিদে নামিরাতে হজের খুতবা দেন একজন ইমাম। পরদিন কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন হবে।

ফিরতি ফ্লাইট শুরু ১০ জুন : এবার বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ফ্লাইটে হজযাত্রীরা সৌদিতে পৌঁছেছেন। এ বছর হজের প্রাক ফ্লাইট শুরু হয়েছিল ২৯ এপ্রিল; ১ জুন প্রাক ফ্লাইট শেষ হয়। এ বছর বাংলাদেশ থেকে ৭০টি লিড এজেন্সি বেসরকারি ব্যবস্থাপনায় হজ পরিচালনা করছে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন; আর শেষ হবে ১০ জুলাই।

এবার বাংলাদেশ থেকে ৮৬ হাজার ৯৫৮ জন হজ করতে সৌদি আরব গেছেন। অন্যান্য দেশ থেকে গেছেন প্রায় ১৪ লাখ ৭০ হাজার। এর সঙ্গে স্থানীয় হজযাত্রী মিলে এ সংখ্যা প্রায় ২০ লাখ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে হজে গিয়ে এ বছর এখন পর্যন্ত ১৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর তথ্য দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সবশেষ গত বৃহস্পতিবার রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাসিন্দা মো. খলিলুর রহমান (৭০) মক্কায় অবস্থানকালে মারা গেছেন। তিনি বেসরকারি ব্যবস্থাপনার যাওয়া হজযাত্রী ছিলেন। মৃত হজযাত্রীদের ১৬ জন পুরুষ ও একজন নারী। এর মধ্যে মক্কায় ১০ জন এবং মদিনায় সাত জন মারা গেছেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৩ অপরাহ্ণ
  • ১৬:৪০ অপরাহ্ণ
  • ১৮:৫২ অপরাহ্ণ
  • ২০:১৮ অপরাহ্ণ
  • ৫:১১ পূর্বাহ্ণ
©2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102